খেলাধূলা ডেস্ক
মাঝে যেন জিততে ভুলে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল লিভারপুল। চলতি বছরের শুরুতে লিগে টানা পাঁচ জয়হীন ছিল তারা। অবশেষে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ক্লাবটি। পরপর দুই ম্যাচ জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।
রোববার রাতে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এর আগে টটেনহ্যামের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল তারা। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জেতার ম্যাচে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ।
স্বাগতিকদের চাপ আরও বাড়ে ৮৪ মিনিটের সময় জর্জিনিও উইজনাল্ডুমের গোলে। তবে মিনিট তিনেক বাদে ওয়েস্ট হ্যামের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রেইগ ডাওসন। এতে লিভারপুলের জয় পেতে কোনো সমস্যা হয়নি।
পরপর দ্বিতীয় জয়ে ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট।
Discussion about this post