ক্রীড়া ডেস্ক
লড়াই ছিল দুই ক্যারিবিয়ানের। ডোয়াইন ব্র্যাভো এবং নিকোলাস পুরানের। তবে যেমন মারমার-কাটকাট ফাইনাল হওয়ার কথা ছিল, তেমনটা হয়নি শেষ পর্যন্ত। তবুও দুই ক্যারিবীয় অধিনায়কের লড়াইয়ে জিতলেন নিকোলাস পুরানই।
অনেকটা একপেশে ফাইনালেই পরিণত হয়েছিল শনিবার রাতে আবুধাবিতে। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে দিল্লি বুলসকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারেরমত শিরোপা জিতে নিলো নর্দান ওয়ারিয়র্স।
সর্বোচ্চ ২১ রান করেন মোহাম্মদ নবি। ১০ বল খেলেছিলেন তিনি। এছাড়া ১৩ রান করেন রহমতুল্লাহ গুরবাজ, ১০ রান করেন এভিন লুইস। বাকিদের রান দুই অংক ছোঁয়নি।
শ্রীলঙ্কান অখ্যাত এক বোলার মাহিস থিকসানা নেন ৩ উইকেট। জুনায়েদ সিদ্দিকি নেন ২ উইকেট। ধনঞ্জয়া লক্ষণও নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে নর্দান ওয়ারিয়র্সের দুই ওপেনার শুরুটা করেছিলেন উড়ন্ত। তবে ৯ বলে ১২ রান করে নিকোলাস পুরান আউট হয়ে যান। এরপর দলীয় ৬২ রানের মাথায় আউট হন ওয়াসিম মুহাম্মদ। ২২ বলে ২৭ রান করেন তিনি। এর আগে এক ম্যাচে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ওয়াসিম।
Discussion about this post