খেলাধূলা ডেস্ক
৫৯তম মিনিটে বেঞ্জামিন পাভার্ড এর একমাত্র গোলে টাইগ্রেসকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। ৯ মাসে বাভারিয়ানদের এটি ষষ্ঠ শিরোপা।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মেক্সিকোর দল টাইগ্রেসের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে গিয়েছিলো বায়ার্ন মিউনিখ। কিন্ত ভিএআর প্রযুক্তিতে অফসাইডে বাতিল হয় জশুয়া কিমিচের গোল। ৩৫ মিনিটে লেরয় শানের শট পোষ্টে লেগে লক্ষভ্রষ্ট হয়। আক্রমণের ধারে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায় হান্স ফ্লিকের দল। কিন্তু কোনভাবেই আসছিলো না সাফল্য। বিরতির পর বল জালে পাঠান বেনজামিন পাভার্ড। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। ব্যবধান বাড়ানোর চেষ্টায় আর কোন গোল না হলে ১-০তেই ম্যাচ জিতে নেয় বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় শিরোপা। এই জয়ে ইতিহাসে নাম লেখাল বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে ছয় শিরোপার সবগুলোই জিতল তারা।
উত্তর বা মধ্য আমেরিকার প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টের ফাইনাল খেললো মেক্সিকোর টাইগ্রেস। তবে এবারও অটুট থাকলো ইউরোপিয়ানদের আধিপত্য। এই নিয়ে টানা ৮ বছর এই শিরোপা গেছে ইউরোপিয়ান ক্লাবে। গত মৌসুমে ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল।
কাতারে গোল করতে ব্যর্থ হলেও ৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন টাইগ্রেসের সাবেক ফরাসি স্ট্রাইকার আন্দ্রে-পিয়েরে গিগনাক।
Discussion about this post