মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১৩ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছেন বোলাররা। দলীয় ৭৩ রানেই ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নিয়েছে মমিনুলবাহিনী।
লাঞ্চ বিরতির আগে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ৯৮ রান। এনক্রুমা বোনার ৩০ ও জশুয়া দা সিলভা ২০ রানে ব্যাট করছেন। উইন্ডিজের লিড এখন ২১১ রান, হাতে আছে চার উইকেট।
এর আগে ৩ উইকেটে ৪১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আজ ক্যারিবীয়দের প্রথম দুটি উইকেট দখল করেন পেসার আবু জায়েদ রাহি। প্রথমে জোমেল ওয়ারিকান ও পরে কাইল মেয়ার্সকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। এরপর স্পিনার তাইজুল ইসলামের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন জার্মেইন ব্ল্যাকউড (৯)।
প্রথম ইনিংসে ৪০৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ করে ২৯৬। ফলে ১১৩ রানের বড় লিড পায় ক্যারিবীয়রা। চট্টগ্রামে প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ক্যারিবীয়রা। তাই সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জয়ের বিকল্প নেই টাইগারদের।
Discussion about this post