সাদা পোশাকে হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন জাতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আজ শনিবার তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ৯৬৬ রান নিয়ে আজকের ম্যাচে ব্যাটিংয়ে নেমেছিলেন লিটন। এই রিপোর্ট লেখা পর্যন্ত লিটনের মোট রানসংখ্যা ১০৩২*।
আজ লিটন যখন ব্যাটিংয়ে নামেন তখন দলের অবস্থা ভয়াবহ। দেশের মাটিতে রীতিমতো ফলোঅনের ভয়ে কাঁপছে টাইগাররা। অনেকে ধরেই নিয়েছিলেন, এক দশক পর ঘরের মাঠে বাংলাদেশ ফলোঅনে পড়তে যাচ্ছে। এমন সময় উইকেটে এসে মুশফিকুর রহিমকে সঙ্গী হিসেবে পান লিটন। তবে মুশফিকও দ্রুত অপ্রয়োজনীয় রিভার্স সুইপ খেলে আউট হয়ে যান। উইকেটে আসেন মিরাজ। শুরু হয় দুই তরুণের ব্যাট হাতে লড়াই।
শতাধিক রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের৭ম ফিফটি তুলে নেন লিটন দাস। সময় নেন ৯২ বল, মারেন ৬টি বাউন্ডারি। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ১২৫ বলে ৬৬ রানে অপরাজিত আছেন। লিটন হলেন টেস্টে হাজার রানের মাইলফলক স্পর্শ করা ১৫তম বাংলদেশি ক্রিকেটার। ৪৫২৩ রান নিয়ে এই তালিকার শীর্ষে মুশফিকুর রহিম। পরের দুই স্থানে যথাক্রমে তামিম ইকবাল (৪৪৫৮) এবং সাকিব আল হাসান (৩৯৩০) অবস্থান করছেন।
Discussion about this post