ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ৯ বছর পর আবারো দেশের মাটিতে টাইগাররা পেল হোয়াইটওয়াশের লজ্জা। সর্বশেষ ২০১২ সালে এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
ওই হোয়াইটওয়াশ সিরিজের পর দেশের মাটিতে বাংলাদেশ ১৩টি সিরিজ খেলেছে। এরমধ্যে চারটিতে পরাজিত হতে হয়েছে। তবে হোয়াইটওয়াশ হতে হয়নি। শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। লঙ্কানদের কাছে একই ব্যবধানে দুই বার। এছাড়া আফগানিস্তানের কাছে এক ম্যাচের সিরিজে হারে বাংলাদেশ।
এই সময়ে মধ্যে তিনটি সিরিজে জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে বিপক্ষে হোয়াইটওয়াশ, ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ ও জিম্বাবুয়েকে এক ম্যাচে সিরিজে হারায় টাইগাররা। আর ৬টি সিরিজ ড্র হয়। আজ মিরপুর শেরে বাংলায় সিরিজের দ্বিতীয় টেস্টে ১৭ রানে হেরে আবারও এই লজ্জা পেল মুমিনুল বাহিনী।
Discussion about this post