দেশের ফুটবলে সমস্যাটি এখন রেফারি। সমস্যাটি অনেক আগে থেকে চলে আসলেও নতুন মৌসুমের প্রথম থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে আবার। রেফারিদের কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের রূপ পাল্টে দিয়েছে এমন অভিযোগ করেছে ক্লাবগুলো। ফলে সমালোচনার মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটিই ভেঙে দেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে নতুন কমিটি।
নতুন কমিটির চেয়ারম্যান পদে এসেছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে। পূর্বের কমিটিতে এই দায়িত্বে ছিলেন নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী। ৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কো-চেয়ারম্যান হিসেবে আছেন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এছাড়া সদস্য হিসেবে এসেছেন আব্দুর রহিম, ইলিয়াস হোসেন, ইকবাল হোসেন, ইব্রাহিম নেসার, রকিবুল আলম, তৈয়ব হাসান শামসুজ্জামান ও শহীদুল ইসলাম লালু।
নতুন কমিটির বিষয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘সকালে রেফারিজ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। রেফারিং নিয়ে অনেক রকম আলোচনা চলছে পত্রপত্রিকায়-টিভিতে। এই জন্য ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। যেন আরও ভালো ও সতর্কভাবে চলতে পারে।’
এছাড়া রেফারিং আরো সুষ্ঠ করতে দ্রুতই আনা হচ্ছে ভিএআর। যতই খরচ হোক, এটি আনতে চায় ফেডারেশন। এই বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘ফিফার সঙ্গে কথা বলছি, ভিএআরের জন্য। যত দ্রুত আনা যায়। যেন এই তর্ক-বিতর্ক না থাকে। সমাধানের জন্য।’ তিনি আরো যোগ করেন, ‘অভিযোগ আসছে রেফারিরা পক্ষপাতদুষ্ট। তবে আমার বিশ্বাস হয় না। ভিএআর থাকলে অভিযোগ কমে আসবে। ৯৫ শতাংশ সমস্যা সমাধান হয়ে যাবে। ফিফার কাছে চেয়েছি। এটা নিয়ে কাজ চলছে।’
Discussion about this post