খেলাধূলা ডেস্ক
শেষ হয়েছে উয়েফা ইউরোপা লিগের প্রথম রাউন্ডের খেলা। বৃহস্পতিবার প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে নির্ধারিত হয়েছে কোন ১৬ দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। যেখানে ড্র করেও দুই লেগ মিলে অগ্রগামিতায় শেষ ষোলোর টিকিট পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলান।
নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যান ইউ। তবে প্রথম লেগে সোসিয়েদাদের মাঠে ৪-০ গোলে জেতায় দুই লেগ মিলে এগিয়ে থাকায় তারা পেয়েছে পরের রাউন্ডের টিকিট।
সবচেয়ে সহজভাবে দ্বিতীয় রাউন্ডে গেছে ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পার। প্রথম লেগে ৪-১ গোলে জেতার পর দ্বিতীয় লেগে তারা ওলফসবার্গকে হারিয়েছে ৪-০ গোলে। ফলে ৮-১ গোলের অগ্রগামিতায় তারাই পেয়েছে শেষ ষোলোতে খেলার সুযোগ।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিলকে প্রথম রাউন্ডেই বিদায় করে দিয়েছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। বৃহস্পতিবার ২-১ গোলে জেতার মাধ্যমে দুই লেগ মিলে আয়াক্সের অগ্রগামিতা দাঁড়িয়েছে ৪-২ গোলের।
এদিকে জিতেও বাদ পড়ে গেছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব নাপোলি। ঘরের মাঠে তারা স্পেনের ক্লাব গ্রানাদাকে হারিয়েছে ২-১ গোলে। কন্তু প্রথম লেগে ০-২ গোলে হেরে যাওয়ায় দুই লেগ মিলে ২-৩ গোলে পিছিয়ে থেকে প্রথম রাউন্ডেই ছিটকে গেছে।
Discussion about this post