সেভিয়ার বিপক্ষে সংবাদ সম্মেলনে নাক দিয়ে রক্ত ঝরে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে কাতালান শিবিরে।
রোনাল্ড কোম্যানের হয়েছে কি? বার্সেলোনা কোচ কি হৃদরোগে আক্রান্ত? তা না হলে নাক দিয়ে দিয়ে হুট করে রক্তক্ষরণ হচ্ছিলো কেন? গতকাল এই নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিলো বার্সা শিবিরে।
লা লিগায় মহাগুরুত্বপূর্ণ এক সপ্তাহ এবার। লিগের শীর্ষ ছয় দল এই সপ্তাহে মুখোমুখি হচ্ছে। শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ খেলবে ছয়ে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ খেলবে পাঁচে থাকা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। তবে মূল খেলাটা সপ্তাহের শুরুতেই। লিগে তিনে আছে বার্সেলোনা। ওদিকে চারে থাকলেও দুই পয়েন্টে পিছিয়ে থাকা সেভিয়ার হাতে বাড়তি এক ম্যাচ আছে।
কাল ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে তাই বেশ কঠিন কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানকে। যদিও ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনটা কোম্যানের শেষ হয়েছে নাক চেপে ধরে। সংবাদ সম্মেলন চলার সময়ে নাক থেকে রক্ত পড়া শুরু হয় কোম্যানের।
হঠাৎ কোম্যানের কি হলো যে এভাবে নাক থেকে রক্ত ঝরছিল? বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের পরে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। পরে ক্রীড়া সাংবাদিকদের আশ্বস্ত করে জানানো হয়, বার্সা কোচ হৃদরোগে আক্রান্ত, যা অনেকের জানা। রোনাল্ড কোম্যান নিয়মিত রক্ত তরলীকরণের কিছু ওষুধ সেবন করেন। সে কারণেই ওভাবে আচমকা রক্ত বেরিয়ে পড়েছিল তার। এর আগেও দুবার এমন হয়েছিল কোম্যানের। পরে সুস্থও হয়ে উঠেন তিনি।
Discussion about this post