এএফসি কাপে দক্ষিণ জোনের গ্রুপ ‘ডি’তে জায়গা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ হলো ভারতে এটিকে মোহন বাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এবং প্লে অফ থেকে আসা একটি দল।
সোমবার দুপুরে মালয়েশিয়ায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এএফসি কাপের গ্রুপ ‘ডি’ এর সব গুলো ম্যাচ বাংলাদেশের সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজনের জন্য এএফসির নিকট আবেদন করেছিল বসুন্ধরা কিংস।
২০২০ সালে প্রথম বারের মত এএফসি কাপে অংশগ্রহণ করেছিল বসুন্ধরা কিংস। করোনার মহামারীর কারনে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। যেখানে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল বসুন্ধরা কিংস। কিংসের হয়ে আর্জেন্টাইন হার্নান বার্কোস একাই চার গোল করেছিলেন।
আগামী ১৪ থেকে ২০ মে মাঠে গড়াবে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে ‘ডি’ গ্রুপে সরাসরি অংশ নিচ্ছে বসুন্ধরা কিংস। প্লে-অফ পর্ব টপকাতে পারলে এই গ্রুপেই খেলতে পারবে আবাহনী লিমিটেড।
Discussion about this post