দীর্ঘদিন ধরেই রাজনৈতিক হস্তক্ষেপ আর পক্ষপাতিত্বের কালো ছায়ায় সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। লঙ্কান ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে রয়েছে নানা অনিয়ম। ফলে বোর্ডের এই অনিয়ম রুখে গঠনতন্ত্রের পরিবর্তন করতে আদালতেরও স্মরনাপন্ন হয়েছিলেন মোট ১২ জন সাবেক ক্রিকেটার সহ নানান ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। যার মধ্যে ছিলেন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনও।
দীর্ঘদিন যাবৎ দেশটিতে উঠে আসছেনা আগের মত বিশ্বসেরা তারকারা। সেই দুর্দশা লাঘবে এবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ টম মুডি। আগামী তিন বছরের জন্য লঙ্কান ক্রিকেটের ভিত্তি ঠিক করার জন্য গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এই অস্ট্রেলিয়ানকে।
১লা মার্চ থেকে দায়িত্ব শুরু করার কথা রয়েছে মুডির। মূলত সাবেক লঙ্কান্ন ক্রিকেটার অরবিন্দ ডি সিলভার নেতৃত্বে গঠিত টেকনিক্যাল পরামর্শক কমিটির সুপারিশেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী আশলে ডি সিলভা জানিয়েছেন, মুডির নির্দিষ্ট সেরকম কাজ নেই। মূলত বিশদ দায়িত্বে নিয়োজিত থাকবেন তিনি। ৩ বছরের চুক্তিতে সবমিলে ৩০০ দিন অন্তত শ্রীলঙ্কা দলের সাথে কাজ করবেন তিনি।
গণমাধ্যমকে ডি সিলভা বলেন, “ভবিষ্যৎ সূচি বিশ্লেষণ, ঘরোয়া টুর্নামেন্টের কাঠামো, খেলোয়াড়দের শিক্ষা, স্কিল উন্নয়ন, কোচিং ও সাপোর্ট স্টাফের কাঠামো ঠিক করা, হাই পারফরম্যান্স ইউনিটের কাজ ও তথ্য বিশ্লেষণ করার মত কাজ করবেন তিনি।
আগেও তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন ও সাফল্য অর্জন করেছেন। আমি নিশ্চিত তার অভিজ্ঞতা দিয়ে আবার তিনি সেটাই করবেন। আমাদের খেলায় দারুণ মান তৈরি করে দেবেন।”
Discussion about this post