গেল বছর মেসির ট্রান্সফার নিয়ে বেশ চাপে ছিলেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। লিওনেল মেসিও মিডিয়া সাক্ষাৎকারে বার্সা প্রেসিডেন্টকে তুলোধুনো করেন। অবশেষে চাপের মুখে নিজের পদ থেকে ইস্তাফা দিলে বার্সেলোনায় শেষ হয় বার্তোমেউ যুগের।
এবার খবর আসলো, গ্রেফতার করা হয়েছে বার্সেলোনার সাবেক প্রেসিডেন্টকে। সোমবার নিজ বাড়ি থেকে জোসেফ মারিয়া বার্তোমেউকে গ্রেফতার করে স্প্যানিশ পুলিশ।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ‘বার্সা গেইট’ স্ক্যান্ডালে জড়িত থাকার সন্দেহভাজনের তালিকায় শীর্ষে রয়েছে বার্সার সাবেক এই প্রেসিডেন্ট।
তদন্তের সাপেক্ষে সোমবার স্প্যানিশ পুলিশ ন্যু ক্যাম্পে বার্সেলোনার অফিসেও অভিযান চালায়।
গত সেপ্টেম্বরে খবর বের হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বার্সার বর্তমান ও সাবেক ফুটবলারদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল প্রোপাগাণ্ডার ছড়াচ্ছিলো। এই নিয়ে কাতালান পুলিশের কাছে একটি অভিযোগও দাখিল করা হয়েছিল।
Discussion about this post