ক্রিকেট মাঠের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। ব্যাট হাতে অবিশ্বাস্য পার্ফরমেন্সে একের পর এক রেকর্ড গড়ে হয়েছেন, গত দশকের সেরা ক্রিকেটার। প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। এবার মাঠের বাইরেও অনন্য রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
পৃথিবীর প্রথম ক্রিকেটার হিসেবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্সটাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে বিরাট কোহলির। পৃথিবীর ২০তম তারকা এবং প্রথম ভারতীয় হিসেবে ১০০ মিলিয়নের এই ক্লাবে নাম উঠলো ভারতীয় তারকার।
শুধু কি তাই ! ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমারের পর বিরাট কোহলিই একমাত্র খেলোয়াড় হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন। এমনকি পুরো এশিয়া মহাদেশেও কোহলিই প্রথম, যার ইন্সটাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার আছে।
শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি পরবর্তী বিরাট কোহলিই ভারতের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। মাঠের পারফর্মেন্স দর্শক মনে জায়গা করে নেওয়া ভারতীয় কাপ্তান, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।
Discussion about this post