টেস্ট স্ট্যাটাস পাওয়ার যে ৪ টি টেস্ট খেলছে তন্মধ্যে ২ টিতে জিতেছে আফগানরা। আয়ারল্যান্ড ছাড়াও আছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে টেস্ট জয়ের সুখস্মৃতি।
অন্যদিকে শেষ ৫ টেস্টে জয় নেই আফ্রিকার দেশ জিম্বাবুয়ের। তবে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তারুণ্য নির্ভর এক দল সাজিয়েছে আফাগানিস্তান। পুরো স্কোয়াডে আছেন ৮ জন খেলোয়াড়। যারা এর আগে স্বাদ পাননি টেস্ট খেলার। অন্যদিকে ইঞ্জুরিতে পড়ে সিরিজের প্রথম টেস্টে নেই রশিদ খান। জিম্বাবুয়ের সামনে দারুণ সুযোগ আফগানিস্তানকে হারিয়ে টেস্ট জয়ের খরা কাটানোর।
২০১৮ সালের পর প্রথম টেস্ট হচ্ছে আবুধাবির উইকেটে। টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান অবশ্য চাপে পড়েছে ইতোমধ্যে মাত্র ৮ রান করতেই ফিরে গেছেন ২ ব্যাটসম্যান। ব্লিসিং মুজরাবানির শিকার হয়েছেন অভিষিক্ত আবুল মালেক এবং অভিজ্ঞ রহমত শাহ।
আফগানিস্তান প্লেয়িং ইলেভেনঃ আবদুল মালিক, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজগার আফগান (অধিনায়ক), আফছার জাজাই (উইকেট কিপার), মুনির আহমদ, আমির হামজা, ইয়ামিন আহমেদজাই, জহির খান, আবদুল ওয়াসি।
জিম্বাবুয়ে প্লেয়িং ইলেভেনঃ কেভিন কাসুজা, প্রিন্স মাসাভুরে, শিন উইলিয়ামস ( অধিনায়ক ), ওয়েসলি মাধেভেরে, তারিসই মুসাকান্দা, সিকান্দার রাজা, রায়ান বার্ল, রেজিস চকবভা (উইকেট কিপার), ডোনাল্ড তিরিপানো, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নয়াচি।
Discussion about this post