ইংল্যান্ড দলের একসময়ের সেরা ওপেনার ছিলেন মার্কাস ট্রেসকোথিক। সাবেক এই ইংলিশ ওপেনার এবার দলটির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগেও অবশ্য ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে খণ্ডকালীন কাজ করার অভিজ্ঞতা রয়েছে মার্কাস ট্রেসকোথিকের। তবে এবার পেলেন স্থায়ী দায়িত্ব। ২০১৯ সাল থেকে ইংল্যান্ডের ব্যাটিং কোচের পদটি খালি ছিল।
সোমবার এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ট্রেসকোথিকের পাশাপাশি জন লুইসকে পেস বোলিং ও জিতান প্যাটেলকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক নিউজিল্যান্ড স্পিনার জিতান গত ১৮ মাস ধরে ইংল্যান্ড দলের পরামর্শক হিসেবে কাজ করে আসছেন। আর ইংল্যান্ড ইয়াং লায়ন্সের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন লুইস।
ইংল্যান্ডের হয়ে ৭৬ টেস্ট, ১২৩ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলা ট্রেসকোথিক বর্তমানে কাউন্টি দল সমারসেটের সহকারী কোচ হিসেবে কাজ করছেন। এই দায়িত্ব এখন তাকে ছাড়তে হবে। প্রধান কোচ ক্রিস সিলভারউড, দুই সহকারী কোচ গ্রাহাম থর্প ও পল কলিংউডের সঙ্গে কাজ করবেন নবনিযুক্ত তিনজন।
Discussion about this post