প্রথমবার বুন্দেস লিগার ইতিহাসে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ডার ক্লাসিকোয় প্রথম দশ মিনিটে দু গোল করে বরুশিয়া ডর্টমুন্ড। দুই গোলেরই রুপকার নরওয়ের গোল্ডেন বয় আর্লিং হ্যালান্ড। আগুনে ঘি ঢেলে দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ঠ ছিল। হ্যালান্ডের জোড়া গোলের দিনে রবার্ট লেওয়ানডস্কির হ্যাট্রিকে ডার ক্লাসিকোয়ে জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
শনিবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মান বুন্দেস লিগার ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। শিরোপাধারীদের হয়ে অন্য গোলদাতা লেয়ন গোরেটস্কা। শেষ দুটি গোল করেছে তারা শেষ দুই মিনিটের মধ্যে। গত নভেম্বরে লিগে দুই দলের প্রথম দেখায় ডর্টমুন্ডের মাঠে ৩-২ গোলে জিতেছিল বায়ার্ন। ৫১ বছর পর এবারই প্রথম বুন্দেস লিগায় বরুশিয়া ডর্টমুন্ডকে টানা পাঁচ ম্যাচ হারালো বাভারিয়ানরা।
ম্যাচের বাকি অধ্যায়টুকু কেবলই বায়ার্নের। গোল খেয়ে ডর্টমুন্ডের ডিফেন্সে রীতিমতো আক্রমণের বুলডোজার চালায় হ্যান্সি ফ্লিকের দল। হ্যালান্ডের জোড়া গোলের জবাব দেন রবার্ট লেওয়ানডস্কি। বিরতির আগেই জোড়া গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরান সময়ের অন্যতম সেরা ফুটবলার।
বিরতি থেকে ফিরে বেশকিছু সময় বায়ার্নকে আটকে রাখে সফরকারী ডর্টমুন্ড। তবে শেষ দু মিনিটে লেওয়ানডস্কি ও গোরেটস্কা দু গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
ম্যাচের ৮৮তম মিনিটে গোরেটস্কা গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। আর ম্যাচের একেবারে শেষ মুহুর্তে ডিফেন্ডার ডেভিসের পাস থেকে গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করে লেওয়ানডস্কি। চলতি মৌসুমে পোলিশ স্ট্রাইকারের এটি বুন্দেস লিগায় ২৩ ম্যাচে ৩১তম গোল। ইউরোপীয়ান গোল্ডেন বুট জয়ে তার ঠিক পিছনে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলসংখ্যা ২০। এই নিয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে গেল মৌসুমের ফিফা বর্ষসেরা ফুটবলার সর্বশেষ ৮০ ম্যাচে গোল করেছেন সর্বোচ্চ ৯০টি। আর বুন্দেস লিগায় এবারের মৌসুমে ২৩ ম্যাচে গোলে অবদান রাখেন ৩৭টি।
এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত হল বায়ার্ন মিউনিখের। ২৪ ম্যাচে ১৭ জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ আছে হ্যান্সি ফ্লিকের দল। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লেইপজিগ।
Discussion about this post