মার্চ মাসেও হচ্ছে না ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ। চলতি মাসের শেষের দিকে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। তবে করোনায় ক্লাবগুলো ফুটবলারদের ছাড়তে রাজি না হওয়ায় অবশেষে স্থগিত করা হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো।
শনিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফিফা ও কনমেবল। যদিও স্থগিত ম্যাচগুলোর পরবর্তী সময় নিয়ে এখনই কিছু জানায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
মূলত, ক্লাব ফুটবলে ব্যস্ত শিডিউল ও করোনার কঠোর প্রটোকলে ক্লাবগুলো ফুটবলারদের ছাড়তে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। অবশ্য এর আগে ইউরোপীয়ান প্রভাবশালী ক্লাবগুলোও ফিফার নিকট বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিত করার জন্য আবেদন করে।
মার্চের শেষের সপ্তাহে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বেশকিছু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩১শে মার্চ সুপার ক্লাসিকোতে মাঠে নামার কথা ছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনারও।
Discussion about this post