ইতালিয়ান লিগে বর্তমানের সেরা দুই গোলস্কোরার চিরো ইমোবিল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই হওয়ার কথা ছিল। তবে শারীরিক সমস্যার কারণে রোনালদোর শুরুর একাদশে না থাকায় আশাহত করে ফুটবল অনুরাগীদের। তার উপর শুরুতে গোল খেয়ে জুভেন্টাসের হারের শঙ্কাও জাগে। সব শঙ্কা কাটিয়ে আলভারো মোরাতার জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর দল।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে সেরি আ ল্যাজিওর বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। জোড়া গোল করেন মোরাতা। অন্য গোলটি আদ্রিওঁ রাবিওট। আর ল্যাজিওর একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়া।
দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে খেলতে নামা জুভেন্টাস চতুর্দশ মিনিটেই গোল খেয়ে বসে। দেজান কুলুসেভস্কির ভুল পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে নিচু শটে সফরকারীদের এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়া। বিরতির আগে সমতায় ফিরে স্বাগতিক জুভেন্টাস। মোরাতার পাস থেকে গোল করেন র্যাবিওট।
ম্যাচের ৫৭তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন প্রথম গোলের জোগানদাতা মোরাতা। ফেদেরিকো চিয়েসার পাস ধরে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড। তিন মিনিট পর পেনাল্টি থেকে ফের গোল করে তুরিনোর বুড়িদের জয় নিশ্চিত করেন মোরাতা। তারপর মোরাতার বদলি হয়ে রোনালদো মাঠে নামলেও আর কোন গোল করতে পারেনি স্বাগতিকরা। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এই নিয়ে সর্বশেষ ৫ ম্যাচে ৪টি জয় পেল জুভেন্টাস।
২৫ ম্যাচে ১৫ জয় ও সাত ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউভেন্তুস। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে এসি মিলান দুইয়ে, ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। চলতি আসরে অষ্টম হারের স্বাদ পাওয়া ল্যাজিও ৪৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে।
Discussion about this post