ওসাসুনার বিপক্ষে লিগ ম্যাচ জয়ের স্মৃতি এখনো তরতাজা। লিওনেল মেসির দারুণ দুই অ্যাসিস্টে জর্দি আলবা ও ইলাইশ মরিবার দুই গোলে হেসেখেলেই ওসাসুনার বিপক্ষে লিগ ম্যাচটা (২-০) জিতেছে বার্সেলোনা। উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে এখন দুই ম্যাচ বেশি খেলে ২ পয়েন্টে পিছিয়ে আছে বার্সেলোনা।
আজ রাতে আতলেতিকো খেলবে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। মাদ্রিদ ডার্বিতে নিশ্চিত দুই দলের, বিশেষ করে আতলেতিকোর পয়েন্ট হারানো দেখতে চাইবে বার্সা।
কিন্তু তা সত্ত্বেও কাতালানদের মনে তা নিয়ে উত্তেজনা আজ সামান্যই। আর হবে নাই–বা কেন? আজ যে বার্সেলোনার সভাপতি নির্বাচন!
বাড়তে থাকা দেনার অভিশাপ থেকে রক্ষার জন্য কে শক্ত হাতে বার্সেলোনার হাল ধরবেন? কে নিশ্চিত করবেন দলের অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যৎ বার্সাতেই হওয়া? জোসেপ মারিয়া বার্তোমেউর কালো যুগ থেকে বার্সেলোনাকে কে আবার আলোর পথে নিয়ে যাবেন? নিশ্চিত হওয়া যাবে আজ, ভোটের পর।
এ জন্য লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন সাবেক সভাপতি হোয়ান লাপোর্তা, নতুন দুই প্রার্থী ভিক্তর ফন্ত ও টনি ফ্রেইক্সা। সভাপতি হিসেবে কে কার চেয়ে বেশি যোগ্য—একের পর এক পরিকল্পনা, সাক্ষাৎকার, বক্তব্য দিয়ে কাতালুনিয়া গরম রেখেছেন তিনজনই।
এরই মধ্যে নিজেদের ভোট দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি, ভারপ্রাপ্ত সভাপতি কার্লেস তুসকেতস, সভাপতি পদপ্রার্থী হোয়ান লাপোর্তা ও ফন্ত, বার্সেলোনার মিডফিল্ডার রিকি পুচ, সের্হিও বুসকেতস, সের্হি রবার্তো, লেফটব্যাক জর্দি আলবাসহ অনেকেই। নিজের বড় ছেলে থিয়াগো মেসিকে নিয়ে ভোট দিতে গেছেন হাস্যোজ্জ্বল মেসি।
নির্বাচনটা লিওনেল মেসির ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পছন্দের সভাপতি ক্ষমতায় না এলে মেসি বার্সেলোনায় থাকবেন না, এটা একেবারে নিশ্চিত। মৌসুমের শুরুতে ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। বার্তোমেউ যাওয়ার পর এখন মেসির পছন্দের সভাপতি না আসা মানে আক্ষরিক অর্থে মেসিকে পিএসজি কিংবা ম্যানচেস্টার সিটির হাতে তুলে দেওয়া।
মেসি আগেই জানিয়ে দিয়েছেন, নবনির্বাচিত সভাপতির সঙ্গে কথা বলার পর তাঁর প্রকল্প কী হয়, বার্সাকে আবার মাঠে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল হিসেবে গড়তে সভাপতি কী প্রকল্প হাতে নেন—সেসব দেখেই মেসি সিদ্ধান্ত নেবেন, বার্সেলোনায়ই চুক্তি নবায়ন করবেন, নাকি জুনে চুক্তি শেষে চলে যাবেন অন্য কোথাও। সে পথে আজ মেসি নিজেই কাকে ভোট দিয়েছেন, সেটি বড় আগ্রহের বিষয়ই বটে।
Discussion about this post