বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে না আফগানিস্তান। গতকাল রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে সেটি জানিয়ে দিয়েছে তারা। এর ফলে জুনে নিরপেক্ষ ভেন্যুতেই বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিনটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। ২৫ মার্চ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ‘হোম ম্যাচ’টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
করোনার অজুহাত দেখিয়ে বাংলাদেশে এসে খেলতে চায় না বলে এএফসিকে জানায় আফগানিস্তান। এএফসি আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশকে সমঝোতা করার পরামর্শ দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তান তাদের সিদ্ধান্তে অনড় থেকেছে। তারা বাংলাদেশে না এসে ম্যাচ খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। আজ বাফুফে এক বিবৃতিতে জানিয়েছে, ‘গতকাল রাতে লিখিতভাবে বাংলাদেশে এসে ম্যাচ খেলতে না পারার বিষয়টি বাফুফেকে অবহিত করেছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন।’
তবে মার্চে বসে থাকতে হচ্ছে না জামাল ভূঁইয়াদের। নেপালে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ঝুলে থাকার জন্যই নেপালকে লিখিত সম্মতি দিতে পারছিল না বাফুফে। এখন আফগানিস্তানের ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পিছিয়ে যাওয়ায় নেপালে খেলতে যাওয়ার আর বাধা নেই। এরই মধ্যে নেপালে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাফুফে।
সেখানে স্বাগতিক নেপালের সঙ্গে বাংলাদেশ জাতীয় দল ছাড়া অন্য দলটি কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। ২২ থেকে ৩০ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
নেপালের টুর্নামেন্টকে সামনে রেখে ১০ বা ১১ মার্চ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করতে চায় বাংলাদেশ। ক্যাম্পে ২৩ ফুটবলার ডাকতে চান বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
Discussion about this post