প্রথম বারের মত ২০১১ সালে মাঠে গড়িয়েছিল বাংলাদেশ নারী ফুটবলের সর্বোচ্চ আসর নারী ফুটবল লীগ। এরপর এক বছর বিরতি দিয়ে ২০১৩ সালে আবারও মাঠে গড়ায় এই লীগ। তবে এরপর প্রায় সাত বছর আর আলোর মুখ দেখেনি নারীদের এই লীগ। তবে নারী ফুটবলাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২০ সালে সাতটি দল নিয়ে মাঠে গড়ায় নারী লীগ। যেখানে প্রথম বারের মত অংশগ্রহণ করেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। এর আগে ২০১১ সালে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ২০১৩ সালে আবাহনী লিমিটেড মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারির মধ্যেও সফল ভাবে লীগ আয়োজনের পর ২০২১ সালেও মাঠে গড়াতে যাচ্ছে দেশের ফুটবলে নারীদের সর্বোচ্চ লীগ। শেষ আসরে সাত দল অংশগ্রহণ করলেও এবারের লীগে দল বাড়িয়ে তা দশে উন্নতি করা হয়েছে। আগামী ১০ মার্চ থেকে ২০ মার্চ ক্লাব গুলোর দল বদল কার্যক্রম শুরু হবে।
নারী লীগে অংশগ্রহণ করার জন্য মোট ১৬টি দল আবেদন করলেও বর্তমান ক্লাবের অবস্থা, সুযোগ-সুবিধা ও আয়ের উৎস বিচার বিবেচনা করে বাফুফের ফার্স্ট এন্ট্রান্স বোডি (এফআইবি) নয় টি দল চূড়ান্ত করেছে এবং বাকি একটি দল হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুর্ধ্ব-১৭ নারী দল। এ ব্যাপারে বাফুফের কার্যকরি সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,
“আমরা ১৬টি দল থেকে ৯টি দল চূড়ান্ত করেছি। বাকি একটি দল বাফুফে থেকে অংশগ্রহণ করবে। বাফুফে থেকে অংশগ্রহণকৃত দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে না। আমাদের এ বছরে আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে তাই ফিটনেস ঠিক রাখা এবং ভাল পার্ফরমেন্সের জন্যই মেয়েদের এই লীগে অংশগ্রহণ করানো হচ্ছে।”
এবারের নারী লীগে অংশগ্রহণকৃত দল গুলো হলঃ
★ বসুন্ধরা কিংস
★ শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড
★ নাসরিন স্পোর্টস একাডেমি
★ কাচারী পাড়া একাদশ উন্নয়ন সংস্থা
★ কুমিল্লা ইউনাইটেড ক্লাব
★ আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব
★ সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব
★ এফ সি ব্রাহ্মণবাড়িয়া
★ কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব
★ বাফুফে অনুর্ধ্ব-১৭
Discussion about this post