মোহামেডানের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে আজ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ করেছে শেখ জামাল ধানমন্ডি। আর মোহামেডান হারল ৫ ম্যাচ পর। ৫ ম্যাচ অপরাজিত থাকার আগে টানা ৫ ম্যাচে কোনো জয়ের মুখ দেখেনি সাদা–কালোরা।
১২ ম্যাচে ৭ জয় আর ৫ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১২ ম্যাচে ৩৪। ২৫ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড আছে তিনে। ১২ ম্যাচে ৫ জয়, ৪ ড্র আর ৩ হারে মোহামেডানের পয়েন্ট ১৯। প্রথম পর্ব শেষে সাদা–কালোরা আছে পয়েন্ট তালিকার ছয়ে।
মোহামেডান ও শেখ জামাল—দুই দলই তুলনামূলক ভালো করেছে প্রথম পর্বে। শেখ জামাল দুইয়ে থাকবে, এতটা ভাবতে পারেনি। যদিও শীর্ষে থাকা বসুন্ধরার চেয়ে ৮ পয়েন্ট পেছনে শেখ জামাল। শফিকুল ইসলাম মানিকের দল যেভাবে শুরু করেছিল লিগ, শেষটা সেভাবে হয়নি। নইলে বসুন্ধরার আরও কাছাকাছি থাকতে পারত। বসুন্ধরার সঙ্গে ড্রয়ের পর থেকেই তারা পড়ে যায় ড্রয়ের চক্করে। ফলে বসুন্ধরার চেয়ে পিছিয়ে পড়েছে অনেকটা।
তবে জয় দিয়ে প্রথম পর্ব শেষ করতে পেরে খুশি শেখ জামাল কোচ শফিকুল ইসলাম। তাঁর কথা, ‘মাঝে কয়েকটি ড্র না হলে আমাদের অবস্থান আরও ভালো থাকত। তারপরও দ্বিতীয় পর্বে চেষ্টা করব শিরোপ লড়াইয়ে ভালোভাবে থাকতে।’
আজ শেখ জামালের জয়ের নায়ক দুই বিদেশি। প্রথম গোলটি এনে দেন উজবেক মিডফিল্ডার জন ওতাবেক। ২৫ মিনিটে গাম্বিয়ান স্ট্রাইকার পা ওমর জোবে বল নিয়ে ঢুকে পড়েন মোহামেডানের বক্সে। এরপর বলটা একটু পেছনে ঠেলেন ওতাবেককে। সেই বল ধরে দূরের পোস্টটা দেখে নেন ওতাবেক। মোহামেডান গোলকিপার আহসান হাবিবের মাথার ওপর দিয়ে দ্বিতীয় পোস্টের কোনা দিয়ে জালে পাঠান চতুর এই মিডফিল্ডার।
গোল শোধে বারবার ওপরে এসেছে মোহামেডান। কিন্তু স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে বা নুরাতের দিনটা ভালো কাটেনি। নিখুঁত হতে পারেননি তাঁরা পোস্টে শট নিতে গিয়ে। ৬৩ মিনিটে গোল পেতে পারত মোহামেডান। কিন্তু বদলি মিডফিল্ডার অনিক হাসান ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেছেন। পায়ে–পায়ে জড়িয়ে যাওয়ায় ঠিকমতো শট নিতে পারেননি পোস্টে।
গোল শোধ নয়, উল্টো ৮৩ মিনিটে দ্বিতীয় গোলটি খেয়েছে মোহামেডান। নিজেদের রক্ষণ থেকে লম্বা বল বাড়ান ওতাবেক। সেই বল ধরে ক্রস করেন ওমর জোবে। এরপর সলোমন কিংয়ের প্লেসিংয়ে ২-০। ততক্ষণে লড়াইয়ে শক্তি হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছে মোহামেডান।
পরশু ক্লাবের পরিচালনা বোর্ডের নির্বাচনের পর এটিই মোহামেডানের প্রথম ম্যাচ। নতুন বোর্ড আগামী শনিবার দায়িত্ব নেবে। তারপর আগামী মৌসুমে বড় বাজেটের দল গড়ার কথা বলছেন ক্লাবটির নতুন পরিচালকেরা।
Discussion about this post