গত বছরের ডিসেম্বরে করোনা মহামারীর মধ্যেও ফেডারেশন কাপ দিয়ে দেশের ফুটবল মাঠে গড়িয়েছে। সফল ভাবে ফেডারেশন কাপ শেষের পর দেশের সর্বোচ্চ লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ মাঠে গড়ায় ১৩ই জানুয়ারি। উক্ত লীগে সর্বমোট ১৩টি দল অংশগ্রহণ করেছে এবং ঢাকা ও ঢাকার বাইরে চারটি ভেন্যুতে ম্যাচ আয়োজিত হয়েছে।
পেশাদার লীগ কমিটির দেওয়া সূচি অনুযায়ী ইতোমধ্যে প্রথম লেগের সকল ম্যাচ আয়োজিত হয়েছে। প্রথম লেগ শেষ হওয়ার কারণেই আগামীকাল থেকে শুরু হচ্ছে মধ্যবর্তী দল বদল। আগামীকাল (৮ মার্চ) থেকে শুরু হয়ে চলবে ৭ই এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাফুফে ভবনে এসে প্রতিটি দল খেলোয়াড় রেজিষ্ট্রেশন করতে পারবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মুর্শেদি চলমান প্রিমিয়ার লীগের মধ্যবর্তী দল বদল নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, “আজ থেকে শুরু হয়ে চলবে ৭ই এপ্রিল পর্যন্ত এবং ৮ বা ৯ এপ্রিল থেকেই দ্বিতীয় লেগ মাঠে গড়াবে যা চলবে ১৫ই জুলাই পর্যন্ত।”
এবারের চলমান প্রিমিয়ার লীগের প্রথম লেগের অধিকাংশ ম্যাচই সরকারী ছুটির দিন ছাড়া হয়েছে তাই মাঠে দর্শকের উপস্থিতি তেমন ছিল না বললেই চলে। এ ব্যাপারের জনাব আব্দুস সালাম মুর্শেদি বলেন,
“আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দ্বিতীয় লেগের ম্যাচ গুলা শুক্রবার ও শনিবারে আয়োজন করার। যদিও তাও সম্ভব না হয় তবে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার নির্ধারণ করা হবে। যাতে মাঠে দর্শকের উপস্থিতি বেশি থাকে।”
বাংলাদেশ থেকে এএফসি কাপে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড ঢাকা অংশগ্রহণ করায় চলমান লীগের দ্বিতীয় লেগের ম্যাচের সূচি দুই দলের সাথে কথা বলে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
চলতি প্রিমিয়ার লীগের প্রথম লেগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট অর্জন করেছে তারা।
এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমেঃ
★ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব – ১২ ম্যাচে ২৬ পয়েন্ট
★ আবাহনী লিমিটেড – ১২ ম্যাচে ২৫ পয়েন্ট
★ সাইফ স্পোর্টিং ক্লাব – ১২ ম্যাচে ২২ পয়েন্ট
★ শেখ রাসেল ক্রীড়া চক্র – ১২ ম্যাচে ২০ পয়েন্ট
★ মোহামেডান স্পোর্টিং ক্লাব – ১২ ম্যাচে ১৯ পয়েন্ট
★ চিটাগাং আবাহনী – ১২ ম্যাচে ১৯ পয়েন্ট
★ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি – ১২ ম্যাচে ১৩ পয়েন্ট
★ বাংলাদেশ পুলিশ এফসি – ১২ ম্যাচে ১২ পয়েন্ট
★ উত্তর বারিধারা – ১২ ম্যাচে ৯ পয়েন্ট
★ মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ – ১২ ম্যাচে ৯ পয়েন্ট
★ ব্রাদার্স ইউনিয়ন – ১২ ম্যাচে ৫ পয়েন্ট
★ আরামবাগ ক্রীড়া সংঘ – ১২ ম্যাচে ১ পয়েন্ট
Discussion about this post