খেলাধুলা ডেস্ক
বিকেএসপিসহ ১৩টি জেলা দলের অংশগ্রহণে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১১ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৪ মার্চ পর্যন্ত।
১৩টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বের খেলবে। চার গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে মেডেল ও ট্রফি দেওয়া হবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
চার গ্রুপে কে কে আছে চলুন দেখে নেওয়া যাকঃ
★ ক গ্রুপ – ঝিনাইদাহ, জয়পুরহাট ও ঠাকুরগাও।
★ খ গ্রুপ- নড়াইল, চট্টগ্রাম, যশোর।
★ গ গ্রুপ – রাজশাহী, রংপুর, দিনাজপুর।
★ ঘ গ্রুপ – বিকেএসপি, কিশোরগঞ্জ, কক্সবাজার, ময়মনসিংহ।
রোববার (৭ মার্চ) দুপুরে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), এটিএন বাংলার উপদেষ্টা (মানব সম্পদ ও প্রশাসন) কর্নেল (অব) মীর মোতাহার হাসান, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, ডেভলপমেন্ট কমিটির সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Discussion about this post