খেলাধুলা ডেস্ক
মাংসপেশির চোটের কারণে প্রথম লেগে খেলতে পারেননি এই ব্রাজিল উইঙ্গার। কিন্তু দ্বিতীয় লেগের আগে ঠিকই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সম্প্রতি। আর আশা বাড়িয়েছেন পিএসজি সমর্থকদের, যে নেইমার এতকাল বার্সার জার্সি গায়ে পিএসজির স্বপ্ন ভেঙে দিতেন, এখন পক্ষ বদল করে ভেঙে দেবেন বার্সার স্বপ্ন!
ফরাসি কাপে ওদিন ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি। ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে গিয়েছিলেন এমবাপ্পেরা। সেখানেই অনুশীলনে দেখা গেছে নেইমারকে। শুধু নেইমারই নন, চোট থেকে ফিরেছেন পিএসজির ইতালিয়ান রাইটব্যাক আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জিও।
কিছুদিন আগে অবশ্য পিএসজির কোচ পচেত্তিনো নিজেই আশা বাড়িয়ে দিয়েছিলেন সবার। জানিয়েছিলেন নেইমারের সম্ভাব্য ফেরার কথা, ‘ওর উন্নতি দেখে আমি অনেক সন্তুষ্ট। সামনের দিনগুলোতে দেখা যাক ও কেমন সুস্থ হয়, বার্সেলোনার বিপক্ষে আদৌ স্কোয়াডে থাকতে পারে কি না।’
পচেত্তিনোর ইঙ্গিত যদি সঠিক হয়, আর নেইমার যদি আসলেই পুরোদমে অনুশীলন করা শুরু করে দেন, তাহলে এবার দ্বিতীয় লেগে মেসি-নেইমার দ্বৈরথ দেখা যেতেই পারে। গত এক দশকে এমন কিছু যে এ প্রথম দেখা যাবে।
কয়েক বছর আগে এই নেইমারই পিএসজির স্বপ্নকে খুন করেছিলেন। তখন অবশ্য তিনি বার্সা-তারকা। প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ভালোভাবে জিতলেও দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে ৬-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছিল পিএসজি। এবারও প্রথম লেগে ৪-১ গোলে জিতেছে তারা বার্সেলোনার বিপক্ষে। এখন বার্সেলোনা দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছু ঘটিয়ে ফেলে কি না, সবার দৃষ্টি এখন সেখানেই। এমন একটা পরিস্থিতিতে চোট কাটিয়ে দলের সবচেয়ে বড় তারকা নেইমারের ফেরা পিএসজিকে নিশ্চয়ই অনেকটাই স্বস্তি দেবে।
Discussion about this post