খেলাধুলা ডেস্ক
সর্বশেষ আইপিএল অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাতে, এক বছরের বিরতি দিয়ে আবারও ভারতে ফিরছে টুর্নামেন্ট। তবে দেশে আইপিএল ফিরলেও খেলা টেলিভিশনেই দেখতে হতে পারে ভারতীয় সমর্থকদের, আনুষ্ঠানিক ভাবে কিছু না জানানো হলেও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ইঙ্গিত দিয়েছেন দর্শক শূন্য গ্যালারিতে হতে যাচ্ছে এবারের আসরও।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শকের দেখা মিলেছে, পুরোপুরি না হলেও চেন্নাই ও আহমেদাবাদে ৫০ শতাংশ দর্শক গ্যালারিতে বসে কোহলিদের খেলা দেখেছে। সেই বিবেচনা থেকেই ভাবা হচ্ছিলো আইপিএলেও সীমিত পরিসরে হলেও গ্যালারিতে জায়গা হবে দর্শকদের, কিন্তু সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন দ্বিপাক্ষিক সিরিজ আর আইপিএলে এক নয়।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টু-ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, “এখনও জানি না (দর্শক উপস্থিতির ব্যাপারে), এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। দুই দলের সিরিজের চেয়ে একটু ভিন্ন আইপিএল। এখানে মাঠে খেলবে দুই দল, এর বাইরে অনুশীলনেও থাকবে কয়েক দল।”
সীমিত মাঠে খেলা হওয়ায় একই সময়ে ম্যাচ ও অনুশীলন চলবে ক্রিকেটারদের। সেটা উল্লেখ করে সৌরভ বলেন, “অনেক মাঠেই অনুশীলনের উইকেট গুলো বাইরে। যেখানে দলগুলো তাদের রুটিন অনুশীলন সেরে নেয়, কারণ নিয়মিতই খেলা থাকবে। এমন অবস্থায় দর্শকদের জন্য উন্মুক্ত করে দিলে তারা অনুশীলনরত দলগুলোর কাছাকাছি যেতে পারে, যা অনেক বড় ঝুঁকি হতে পারে।”
৯ এপ্রিল থেকে ৬টি ভ্যেনুতে মাঠে গড়াবে আইপিএলের ১৪তম আসরের খেলা, ৩০ মে হবে টুর্নামেন্টের ফাইনাল। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবার থাকছে না হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ, একই ভেন্যুতে অনুশীলন করবে বেশ কয়েকটি দল।
Discussion about this post