খেলাধুলা ডেস্ক
তিন জাতি টুর্নামেন্ট সামনে রেখে জাতীয় দলের কোচ জেমি ডে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে যেখানে কলকাতার হয়ে আই লীগ খেলা জামাল ভূঁইয়াও জায়গা পেয়েছে। তবে অনিশ্চিয়তার তৈরি হয়েছে তার নেপালে বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়া নিয়ে। কেননা কলকাতা মোহামেডানের হয়ে আই-লিগে জামাল ভূঁইয়ার ম্যাচ রয়েছে ২১ মার্চ। এই ম্যাচ শেষ করে জামাল ভূঁইয়া জাতীয় দলের সাথে যোগ দিতে পারবে কি না সেটা নিয়েই যত অনিশ্চয়তার তৈরি। তবে জামাল ভূঁইয়া যেতে পারবে কি পারবে না সে বিষয়ে খুব বেশি উদ্বিগ্ন নন কোচ জেমি ডে।
জাতীয় দল ঘোষণার পর কোচ জেমি ডে জামাল ভূঁইয়া সম্পর্কে বলেন, “জামালের ব্যাপারটা আমাদের দেখতে হবে, কত দূর কী হয়। কলকাতায় ২১ মার্চ তার ম্যাচ রয়েছে। যার ফলে নেপালে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলা কঠিন হবে। যদি সে নেপালে নাও যেতে পারে, আমি এটাকে কোন ইস্যু মনে করি না। আমরা জানি, জামাল কী করতে পারে। যদি সে নেপালে যেতে পারে তবে ভালো আর যদি না যেতে পারে, সমস্যা নেই, বেঞ্চে তরুণ ফুটবলার থাকবে তাদেরকে পরখ করে দেখে নিতে পারবো।”
জামাল ভূঁইয়ার নেপালে যাওয়া নিয়ে জেমি ডে আরো একটা ব্যাখা দিয়েছেন। কলকাতা মোহামেডানের হয়ে জামালের ম্যাচ ২১ তারিখ। কলকাতা মোহামেডান যদি তাকে ২১ তারিখ ম্যাচ শেষে ছাড়ে তবে জামালের নেপালে যাওয়াটা নির্ভর করছে ‘ভারত-নেপাল ফ্লাইট শিডিউলের ওপর’।
জামাল ভূঁইয়া প্রথম ম্যাচে মাঠে নামতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নিশ্চিত মাঠে নামতে পারবে। তাই যত অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে ২৩ তারিখের ম্যাচ নিয়ে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার অপেক্ষায়ই থাকতে হচ্ছে।
Discussion about this post