খেলাধুলা ডেস্ক
নেপালে তিন জাতি টুর্নামেন্ট খেলতে আগামী ১৮-২০ তারিখের মধ্যে নেপালের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ জাতীয় দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। যেখানে জায়গা করে নিয়েছেন নতুন পাঁচ ফুটবলারকে।
চলমান মৌসুমে ফেডারেশন কাপের পর লীগেও বসুন্ধরা কিংসের ডিফেন্সে দুর্দান্ত ছিলেন তরুণ ফুটবলার রিমন হোসেন। যশোরের শামসুল হুদা একাডেমির হাত ধরে উঠে আসা এই ফুটবলার এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন। জাতীয় দলের ডাক পাওয়ার খবর শুনে বেশ উল্লসিত নওগাঁর এই ছেলে। তিনি বলেন,
“প্রথমবারের মত সুযোগ পেয়ে খুব ভাল লাগছে। ছোট বেলা থেকেই টিভিতে জাতীয় দলের খেলা দেখতাম। তখন থেকেই স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে খেলার। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।”
চলমান লীগে মোহামেডান স্পোর্টিং ক্লাব সাদা-মাটা পার্ফরমেন্স করলেও সবার নজর কেড়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগ। এর আগে বাংলাদেশের বয়স ভিত্তিক বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। এছাড়াও অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে ঘরোয়া ফুটবল খেলা সোহাগ এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন। লাল-সবুজের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেয়ে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেক অনেক ভাল লাগছে। সুযোগ পেলে চেষ্টা করবো সর্বোচ্চ টুকু দেওয়ার।”
এদিকে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ডিফেন্ডার মেহেদি হাসানের ২০১৮ সালে চিটাগাং আবাহনীর হয়ে পেশাদার লীগে অভিষেক হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের বিভিন্ন দলে খেলেছেন তিনি। চলতি সিজনে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের হয়ে নাম লেখান এই ডিফেন্ডার। তবে প্রথম বারের মত জাতীয় দলে ডাক পেয়ে তিনিও আনন্দে ভেসেছেন। তিনি বলেন, “প্রথমবারের মত সুযোগ পেয়ে দারুণ লাগছে। চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার।”
মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের আরেক ফরোয়ার্ড মেহেদি হাসান রয়েল চলতি লীগে করেছেন তিন গোল। দুর্দান্ত পার্ফরমেন্স করেই মন কেড়েছেন জাতীয় দলের কোচ জেমি ডে’র। যদি এর আগে ২০১৫ সালে অনুর্ধ্ব- ১৯ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নস শীপে খেলেছিলেন তিনি। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে আবেগাপ্লুত মেহেদী, ‘কিছুক্ষণ আগেই জানলাম জাতীয় দলে সুযোগ পেয়েছি। এখন পর্যন্ত ফুটবল ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলতে পারেন।’
জাতীয় দলে ডাক পাওয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের আরেক ফুটবলার মোঃ ইমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
Discussion about this post