খেলাধুলা ডেস্ক
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জয়সুরিয়া-দিলশানদের শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।
টুর্নামেন্টে মোটেও সুবিধা করতে পারছে না মোহাম্মদ রফিকের বাংলাদেশ লিজেন্ডস, হেরে গেছে প্রথম দুই ম্যাচের দুইটিতেই। প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ, ১০ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করা মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজনরা পরের ম্যাচেও ইংল্যান্ড লিজেন্ডসের কাছে বড় ব্যবধানে হেরেছে।
উল্টো চিত্র লঙ্কান শিবিরে। ৪ ম্যাচের ৩ টিতেই জিতে উড়ছে শ্রীলংকা লিজেন্ডসরা, ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন অধিনায়ক তিলাকরত্নে দিলশান; বল হাতেও ভালো করে চলেছেন রঙ্গনা হেরাথ, অজান্তা মেন্ডিসরা। তাই তো আজকের ম্যাচটিও সহজ হবে না বাংলাদেশের জন্য।
দুই দলের স্কোয়াডঃ
বাংলাদেশ লিজেন্ডস – নাফিস ইকবাল,নাজিমউদ্দিন মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এ এন এম মামুন উর রশিদ, ও আলমগীর কবির।
শ্রীলঙ্কা লিজেন্ডস – উপুল থারাঙ্গা, চামারা সিলভা, চিন্থাকা জয়াসিংহে, থিলান তুষারা, নুয়ান কুলাসেকারা, রাসেল আর্নল্ড, অজান্থা মেন্ডিস, পারভেজ মাহরুফ, সনাৎ জয়াসুরিয়া, মানজুলা প্রসাদ, মালিন্দা ওয়ার্নাপুরা, দামিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, চামারা কাপুগেদারা, তিলকরাত্নে দিলশান এবং দুলানজানা বিজেসিংহে।
Discussion about this post