খেলাধুলা ডেস্ক
আবুধাবিতে টসে জিতে প্রথম ব্যাট করছে আফগানিস্তান। সিরিজের প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারী জিম্বাবুয়ে। ম্যাচ আবুধাবিতে হলেও এই ম্যাচের আয়োজক আফগানিস্তানই।
ইঞ্জুরির কারণে সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানের। দলও হেরেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ২য় টেস্টে জহির খানের পরিবর্তে রশিদ খানের অন্তর্ভুক্তি সহ ৩ পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ইয়ামিন আহমেদজাই, আব্দুল ওয়াসি, আব্দুল মালিকের পরিবর্তে জায়গা পেয়েছেন শাহীদুল্লাহ কামাল, নাসির জামাল এবং জাভেদ আহমাদি।
অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখে কোন পরিবর্তন আনেনি জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে হারের পর হোয়াইট ওয়াশ এড়ানোটাই বড় লক্ষ্য রশিদ খানদের সামনে। এমন বাঁচা মরার ম্যাচে প্রথমে ব্যট করা আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি।
২০১৯ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমে ব্যর্থ হয়েছেন জাভেদ আহমাদি। দলীয় ৬-এ ৪ রান করেই সাজঘরে ফিরেছেন নায়ুছুর বলে। শুরু ধাক্ককা কাটিয়ে বড় লক্ষ্যে ব্যাট করছেন ইব্রাহিম জাদরান এবং রহমত শাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫৪ রান।
আফগানিস্তান একাদশঃ
ইব্রাহিম জাদরান, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমাতুল্লাহ শহিদী, নাসির জামাল, আফসার জাজাই , আসগার আফগান (অধিনায়ক), শহিদুল্লাহ কামাল, রশিদ খান, আমির হামজা, সাঈদ শিরজাদ।
জিম্বাবুয়ে একাদশঃ
প্রিন্স মাসভুরে, কেভিন কাসুজা, তারিসই মুসাকান্দা, শিন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভের, সিকান্দার রাজা, রায়ান বার্ল, রেজিস চকাবভা , ডোনাল্ড তিরিপানো,ব্লিসিং মুজারাবানি, ভিক্টর নায়ুছু।
Discussion about this post