খেলাধুলা ডেস্ক
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ৪২ রানে হেরেছে বাংলাদেশ লিজেন্ডস। এ নিয়ে টুর্নামেন্টে টানা তিন ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেতে হলো রফিক-পাইলটদের। এ জয়ে ভারতকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দিলশান-জয়সুরিয়ার শ্রীলঙ্কা লিজেন্ডস।
রায়পুরে প্রথমে ব্যাট করে উপুল থারাঙ্গা দূর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ছিলো সাবেক লঙ্কান তারকারা। জবাবে নাজিমউদ্দীনেত দারুণ ফিফটি পরও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩৮ রানে থামে সাবেক টাইগার তারকাদের ইনিংস।
বড় টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দিয়েছিলেন নাজিমউদ্দীন এবং মেহরাব হোসেন অপি। মাত্র ৭.২ ওভারে স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করেন এই দুই ওপেনার। কিন্তু এরপর ২৭ রানের ব্যবধানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। মেহেরাব হোসেনের ব্যাট থেকে আসে ২৭ রান। হানান সরকার ২, মোহাম্মদ রফিক ৪ এবং মুশফিকুর রহমান ফিরেন ৫ রানে।
প্রথম ম্যাচে ৪৯ রানে আউট হলেও দূর্দান্ত ব্যাটিংয়ে আজ তুলে নেন আসরের প্রথম ফিফটি। দলীয় ১০৫ রানে শেষ পর্যন্ত ৪১ বলে ৫৪ রানে থামে তার ইনিংস, যেখানে তিন ৫ চারের পাশাপাশি হাঁকিয়েছেন ২টি ছয়। এরপরই মূলত জয়ের শেষ আশাটুকুও শেষ হয়ে যায় বাংলাদেশের। ২২ বলে ২৮* রানে অপরাজিত ছিলেন খালেদ মাসুদ পাইলট।
এর আগে শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উপুল থারাঙ্গার দূর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছিলো শ্রীলঙ্কা লিজেন্ডস। তবে ২০ ওভার অপরাজিত থেকেও ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাবেক লঙ্কান ওপেনারকে। শেষ পর্যন্ত ৪৫ বলে ৯৯* রানে অপরাজিত ছিলেন থারাঙ্গা। ১১ চার আর ৫ ছয়ে ২১০ স্ট্রাইক রেটের দূর্দান্ত এই ইনিংস সাজিয়েছিলেন তিনি।
এছাড়া তিলোকারত্নে দিলশান ৩৩, চামারা সিলভা ২৪, পারভেজ মারুফ ১২ রান করে। শেষ দিকে দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে রানের লাগাম কিছুটা আটকাতে পেরেছিলো সাবেক টাইগার তারকারা।
বাংলাদেশ লিজেন্ডসের হয়ে অধিনায়ক মোহাম্মদ রফিক চার ওভারে ২৪ রান দিয়ে নেন ১টি উইকেট। এছাড়া মোহাম্মদ শরিফ ৩০ রানে একটি এবং রাজিন সালেহ ৪৮ রানে নেন ১ উইকেট। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দেন আব্দুর রাজ্জ্বাক।
Discussion about this post