দেশ ছাড়ার আগে এক সাক্ষাতকারে খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন যে, তিনি ওয়েস্টি ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার উইকেট নিতে চান। এক প্রশ্নের জবাবে খালেদ মাহমুদ বলেছিলেন, “আমার ক্যারিয়ারে শচীনের উইকেট পেয়েছি। এই টুর্নামেন্টে অবশ্যই ব্রায়ানের (লারা) উইকেটটাই পেতে চাই। তবে পাব কিনা জানি না।”
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ লিজেন্ডস দল, আজ চতুর্থ ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসরা। এই দলটিও ৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি, সেমি-ফাইনালের আশা বাচিয়ে রাখতে হলে দুই দলেরই জয়ের কোন বিকল্প নেই।
৭ দলের এই টুর্নামেন্টে ইতোমধ্যে সেমিফাইনালে নিশ্চিত করে ফেলেছে শ্রীলংকা লিজেন্ডস দল, আর একটা জয় পেলে ভারতীয় লিজেন্ডসদেরও সেমিফাইনালে খেলা নিশ্চিত হবে। বাকি দুইটা জায়গার জন্য লড়াইয়ে টিকে থাকছে সবগুলো দলই, তবে আজ হেরে যাওয়া দলের টুর্নামেন্ট থেকে বিদায় হওয়া নিশ্চিত হয়ে যাবে।
ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, কোন বিভাগেই সুবিধা করতে পারছে না বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে উড়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছেও পাত্তা পায়নি মোহাম্মদ রফিকরা, তবে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও কিছুটা লড়াইয়ে ছিল বাংলাদেশ লিজেন্ডস।
বাংলাদেশের ব্যাটিংয়ে একমাত্র ভরসা নাজিমুদ্দিন, অন্যদের ব্যর্থতার ভিরে ব্যতিক্রম সাবেক এই টাইগার ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে তাকেই ব্যাটিংয়ে মুল দায়িত্ব নিতে হবে, সেই সাথে কাজে লাগাতে হবে ক্যারিবিয়ান লিজেন্ডস দলের বোলিং দুর্বলতাটাকে।
ভারতের ছত্তিশগড়ের রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসদের মধ্যকার টি-টুয়েন্টি ফর্মেটের এই ম্যাচটি শুরু হবে, সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও ভারতীয় কালার্স টেলিভিশন।
দুই দলের স্কোয়াডঃ
বাংলাদেশ লিজেন্ডস – মোহাম্মদ রফিক, নাজিমুদ্দিন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান, মামুন উর রাশেদ, নাফিস ইকবাল, আবদুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আফতাব আহমেদ, আলমগীর কবির।
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি : ব্রায়ান লারা, নরসিং দেওনারাইন, অ্যাডাম সানফোর্ড, দিনানাথ রামনারাইন, পেদ্রো কলিন্স, রায়ান অস্টিন, সুলেমান বেন, টিনো বেস্ট, কার্ল হুপার, ডোয়াইন স্মিথ, মহেন্দ্র নাগামুতু, রিডলি জ্যাকবস, উইলিয়াম পার্কিংস।
Discussion about this post