বাংলাদেশের বিপক্ষে ৩ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যাতে জায়গা হয়নি ফাস্ট বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়ার কোনও সম্ভাবনা নেই।
গোড়ালির চোট পেয়ে বাংলাদেশ সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন গ্র্যান্ডহোম। ফলে তার গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। পুরোপুরি সুস্থ সময় লাগতে পারে প্রায় ৮ সপ্তাহ। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিকেল ম্যানেজার ডেইল শাকেল।
এ বিষয়ে শাকেল বলেন, “এটি গ্র্যান্ডহোমের জন্য চ্যালেঞ্জিং সময় । পুনরায় দৌঁড় শুরু করার জন্য তাকে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে। বোলিংয়ে ফিরতে আরও দুই সপ্তাহ বিশ্রামের প্রয়োজন হবে তার।”
প্রায় ৬ মাস আগে থেকেই গোড়ালিতে অস্বস্তি অনুভব করছিলে তিনি। যার ফলে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলেছেন তিনি। ভারতের বিপক্ষে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে মাঠে ফেরার লক্ষ্যেই অস্ত্রোপচারটা এখন করালেন এই অলরাউন্ডার।
গ্র্যান্ডহোমের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিউইদের হেড কোচ গ্যারি স্টেড বলেন, “ইনজুরির কারণে সে আন্তর্জাতিক অঙ্গনে গ্রীষ্মের মৌসুমটি মিস করায় আমরা সকলেই উদ্বিগ্ন। বিগত কয়েক বছর ধরে দলের হয়ে তিন ফরম্যাটেই তার দারুণব অবদান ছিল। সে আমাদের দলের বড় একটি অংশ। বল হাতে তার দক্ষতা, ব্যাটিং শক্তি ও ফিল্ডিংই তাকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার হিসেবে গড়ে তুলেছে। আশা করছি, মে ও জুনের মধ্যে চিকিৎসা ও পুনর্বাসনের পরে সে আবারও দলে ফিরবে।”
Discussion about this post