খেলাধুলা ডেস্ক
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত সেই দলে তিন ফরম্যাটেই বেশ কিছু পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড।
দীর্ঘ চার বছর পর পাকিস্তান দলে ডাক পেয়েছেন ওপেনার শারজিল খান। আসন্ন সফরে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করা হয়েছে তাকে। ২০১৭ সালে পিএসএলে ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের ঘরোয়া আসরে এবং পিএসএলের ষষ্ঠ আসরে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স করেছেন তিনি। স্থগিত হওয়া পিএসএলে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের পরেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন তিনি।
এছাড়া তিন ফরম্যাটের ঘোষিত সেই দলে ডাক পেয়েছেন নতুন তিন মুখ। অভিষেকের প্রথম মৌসুমেই ২৬ উইকেট তুলে নেওয়া শাহনওয়াজ ধানিকে টেস্ট দলে রাখা হয়েছে। এ ছাড়া টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার আরশাদ ইকবাল। আর আরেক নতুন মুখ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন।
তবে ইঞ্জুরির জন্য কোনো ফরম্যাটেই বিবেচনা করা হয়নি অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহকে। তবে ইঞ্জুরির জন্য গত সিরিজে দলে না থাকলেও, আসন্ন সফরের ওয়ানডে দলে ফিরেছেন ইমাম উল হক, শাদাব খান। এছাড়া তিন ফরম্যাটের দলেই সুযোগ মিলেছে সাবেক অধিনায়ক সরফরাজ খানের।
আগামী ২রা এপ্রিল মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ। ১৬ এপ্রিল সেই সিরিজ শেষে জিম্বাবুয়ের উদ্দেশ্য দক্ষিণ আফ্রিকা ছাড়বে বাবর আজমরা।
টেস্ট স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইমরান বাট, আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, সরফরাজ আহমেদ, ফাওয়াদ আলম, সৌদ সাকিল, আঘা সালমান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী, সাজিদ খান, তাবিস খান, শাহনেওয়াজ ধানি, জাহিদ মেহমুদ এবং নওমান আলী।
ওয়ানডে স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হক, ফখর জামান, আব্দুল্লাহ শফিক, হায়দার আলী, দানিশ আজিজ, সৌদ সাকিল, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, উসমান কাদির, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, এবং হাসান আলী।
টি-টোয়েন্টি স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, সরফরাজ আহমেদ, দানিশ আজিজ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, উসমান কাদির, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী এবং আরশাদ ইকবাল।
Discussion about this post