খেলাধূলা ডেস্ক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী সুমি আক্তার বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট লীগে ঢাকা ডিভিশনের হয়ে খেলেন নিয়মিত। খেলেন প্রিমিয়ার লিগও। পুরোদস্তুর একজন ক্রিকেটার সুমি আক্তার দেশব্যাপী চলা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ এর ফরিদপুরে আয়োজিত প্রতিযোগিতায় নারীদের মধ্যে হয়েছেন ১ম।
এক হাজারের বেশি দৌড়বিদের মধ্যে ৫ কি. মি. দৌড়ে প্রথম হতে সুমি সময় নেন ২৪ মিনিট। সুমি আক্তার যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এর আগে কখনই এমন কোনো দৌড় বা ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি সুমি। ক্রিকেটার হয়েও ম্যারাথনে হয়েছেন প্রথম।
এ সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে সুমি বলেন, ‘৫ কি.মি. দৌড় শেষে নিজের কনফিডেন্স বেড়েছে। পরবর্তীতে এমন কোনো সুযোগ পেলে অংশগ্রহন করার ইচ্ছে রয়েছে ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১। এরই ধারাবাহিকতায় দেশে বিভিন্ন জেলায় আয়োজন করা হয়েছে এই ম্যারাথন। সেখানে অংশগ্রহন করছে বিভিন্ন বয়সের নানা পেশার মানুষ।
গত ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ আয়োজন করেন ফরিদপুর জেলা প্রশাসন, যেখানে সহযোগিতা করেন ৯ পদাতিক ডিভিশন, বাংলাদেশ সেনাবাহিনী। যেখানে নারী ও পুরুষের জন্য নির্ধারিত ছিল ৫.০০ কি.মি মিনি ম্যারাথন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। এক হাজারের বেশি দৌড়বিদ এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
Discussion about this post