খেলাধুলা ডেস্ক
করিম বেনজেমার শেষ মুহূর্তের গোলে গত সপ্তাহে আতলেতিকোর বিপক্ষে হার এড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। ফরাসি স্ট্রাইকার আজও ত্রাতা হলেন লা লিগার সবচেয়ে সফল দলটির। আজ এলচের বিপক্ষে বেনজেমার যোগ করা সময়ের গোলেই পুরো ৩ পয়েন্ট পেয়েছে রিয়াল। জোড়া গোল পেয়েছেন বেনজেমা, পিছিয়ে পড়েও ঘরের মাঠে রিয়াল ম্যাচটি জিতেছে ২-১ গোলে।
শুরুতে পিছিয়ে পড়া স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলের আগে সমতাসূচক গোলটিও করেন করিম বেনজেমা। এলচের একমাত্র গোলটি করেন দানি কালভোর।
এই জয়ের পর ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে বার্সাকে টপকে দুইয়ে উঠে এসেছে রিয়াল। আর এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে দিয়েগো সিমেওনির অ্যাথলেটিকো মাদ্রিদ। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে বার্সা আছে তিনে।
ঘরের মাঠ আলফ্রেড দি স্টেফানো স্টোডিয়ামে আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় প্রথমার্ধে এলচের রক্ষণ জমাট ভাঙ্গতে পারেনি বেনজেমা-ভিনিসিয়াসরা। এর মধ্যে এলচে সুযোগ বুঝে প্রতি আক্রমণে গোল করার চেষ্টা করলেও গোলরক্ষক থিবো কর্তোয়ার বীরত্বে রক্ষা পায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়ায় জিদানের দল। তবে প্রথম গোলটি সফরকারী এলচেই করে। স্রোতের বিপরীতে ৬২তম মিনিটে মোরেন্তের কর্নার থেকে দানি কালভোর শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। এলচে এগিয়ে যায় ১-০ গোলে, হারের শঙ্কা জাগে রিয়াল শিবিরে।
অবশ্য ৪ মিনিট পরই মাদ্রিদকে সমতায় ফেরান করিম বেনজেমা। লুকা মদ্রিচের ক্রসে চমৎকার হেডে কাছের পোস্ট ঘেঁষে জাল খুঁজে ফরাসি ফরোয়ার্ড। বাকি সময় রিয়ালের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ম্যাচ ড্রয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো সফরকারী এলচে। এতে লা লিগায় টানা ৩ ড্রয়ে শিরোপা ধরে রাখার অভিযানে আবারও হোঁচট খেতে বসেছিল লস ব্লাংকোসরা।
তবে সেটা আর হতে দেননি করিম বেনজেমা। টানটান উত্তেজনা ঠাসা ম্যাচে খেলার ঠিক অন্তিম মুহুর্তে পেনাল্টি বক্সের সামান্য ভেতরে থেকে শূন্যে বল ধরে দূরের পোস্টে জড়িয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন ৩৩ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। চলতি আসরে এটি রিয়াল তারকার ১৫তম গোল। স্প্যানিশ লা লিগায় এবারের আসরে বেনজেমার চেয়ে বেশি গোল করেছেন কেবল মেসি ও সুয়ারেজ।
Discussion about this post