খেলাধুলা ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে ছিল চেলসি। বল নিয়ন্ত্রণেও প্রতিপক্ষের মাঠে বেশ দাপট ছিল অল ব্লুজদের। কিন্তু, শেষ পর্যন্ত কোন গোল করতে না পারায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টমাস টুখেলের দলকে।
শনিবার রাতে লিডস ইউনাইটেড নিজেদের ঘরের মাঠে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে চেলসিকে। টানা দুই জয়ের পর পয়েন্ট হারালো অল ব্লুজরা। অন্যদিকে প্রিমিয়ার লিগে টানা দুই হারের পর পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেড।
এই ড্রয়ে ২৯ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে লিডস।
চেলসির সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে লেস্টার সিটি।
প্রতিপক্ষের মাঠে জয় না পেলেও চেলসির হয়ে অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করল টমাস টুখেল। চেলসির হয়ে ১২ ম্যাচে ডাগ-আউটে দাঁড়িয়ে এখনও হারের মুখ দেখেননি জার্মান এই কোচ। চেলসির ইতিহাসে কেবল ব্রাজিলিয়ান কোচ ফিলিপ লুইস স্কোলারিই প্রথম ১২ ম্যাচ অপরাজিত ছিলেন। স্কোলারির এই রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে আর একটি মাত্র ম্যাচই অপরাজিত থাকতে পারলে চলবে টমাস টুখেলের।
এই ড্রয়ে লিডস ইউনাইটেডের মাঠে সবমিলিয়ে চেলসির জয়ের হার আরও কামলো। লিডসের দলটির বিপক্ষে ৫০ ম্যাচ খেলে ব্লুজদের জয় মাত্র ৭টি, হার ২৮টি, ড্র ১৫টি। লিডস ইউনাইটেডের মাঠে চেলসির মাত্র ১৪ শতাংশ জয় ইংলিশ প্রিমিয়ার লিগে ব্লুজদের মুখোমুখি হওয়া যেকোন দলের মধ্যে সর্বনিম্ন।
Discussion about this post