খেলাধুলা ডেস্ক
মারা গেছেন কিংবদন্তি বক্সার মারভিন হ্যাগলার। শনিবার ৬৬ বছর বয়সে নিজ বাস ভবনে মারা গেছেন আমেরিকান এই বক্সার। মৃত্যুর বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন তার স্ত্রী কেয় জি হ্যাগলার। মৃতুর সংবাদ দেয়ার পাশাপাশি এই নারী তাদের পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সবাইকে।
মারভিন ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ৭ বছর যাবৎ মিডলওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। ক্যারিয়ারের পুরোটা সময়ই তিনি ছিলেন বিতর্কের উর্ধ্বে। ১৯৭৩ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বক্সিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন হ্যাগলার।
বক্সিংয়ে যুক্তরাষ্ট্রকে একটি স্বর্ণযুগ উপহার দিয়েছিলেন মারভিন। ১৪ বছরের ক্যারিয়ারে ৬৭ টি বক্সিংয়ে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন তিনি। এর মধ্যে ৬২টি ম্যাচেই জয় নিয়ে কোর্ট ছেড়েছেন তিনি। মারভিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা।
Discussion about this post