খেলাধুলা ডেস্ক
বাংলাদেশ দল যার গোলে বিশ্বকাপ বাছাই খেলছে সেই রবিউল হাসান নিজেকে হারিয়ে খুঁজছেন। প্রাক বিশ্বকাপ বাছাইয়ে লাওসের বিপক্ষে রবিউলের একমাত্র গোলেই বাংলাদেশের বাছাই পর্বে খেলা নিশ্চিত হয়।
জাতীয় দলের হয়ে রবিউল আলোড়ন সৃষ্টির পরপরই বসুন্ধরা কিংসে নাম লেখান। কিংসে নাম লেখানোর পর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি রবিউল। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে একটি ম্যাচও খেলেননি। ফলে স্বাভাবিক ভাবেই কোচ জেমি ডে তাকে ডাকেননি।
রবিউলের বর্তমান ক্লাব বসুন্ধরা কিংস তাকে রাখছে না। কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা রবিউলকে ছেড়ে দিচ্ছি এটা চূড়ান্ত ও নিশ্চিত। সে কোন ক্লাবে যাবে সেটা তার ব্যাপার, আবার তাকে কোন ক্লাব নেবে সেটাও সেই ক্লাবের বিষয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে ছেড়ে দেবার।’
চলমান মধ্যবর্তী দলবদলে রবিউল ইসলামের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইতোমধ্যে রবিউল ও কিংস উভয় পক্ষের সাথে যোগাযোগ করেছে সাদা কালো ক্লাবের কর্তারা। মোহামেডানের বিষয়ে ইমরুলের বক্তব্য, ‘তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। বাকি বিষয়টি সংশ্লিষ্ট খেলোয়াড় ও ক্লাবের।’
মোহামেডানের ফুটবল দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্সের আশাবাদ, ‘রবিউল ভালো মানের ফরোয়ার্ড। তার সাথে আমাদের কথা বার্তা চলছে। রবিউল ৩-৪ দিন সময় নিয়েছেন। আমরা কিংসের কাছে লোন চেয়েছি। আশা করি এই সপ্তাহের মধ্যে রবিউলকে পাব।’
এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিরতি চলছে। ৭ এপ্রিল পর্যন্ত চলবে মধ্যবর্তী দলবদল।
Discussion about this post