খেলাধুলা ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রায় পাঁচ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করলেন ব্রাভো। কালকের আগে তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৬ সালের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রিজটাউনে।
অ্যান্টিগায় শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, এই জয়ে সিরিজ থেকে ওয়ানডে সুপার লিগের পূর্ণ পয়েন্ট পেয়েছে ক্যারিবিয়ানরা। সেঞ্চুরি পেয়েছেন ড্যারেন ব্রাভো, পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্সে সিরিজ সেরা শাই হোপ।
শ্রীলঙ্কার দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এদিন ভালো করতে পারেননি ওপেনার এভিন লুইস, সুরাঙ্গা লাকমালের বলে বোল্ড হওয়ার আগে ১৬ বল খেলে করেন ১৩ রান। জেসন মোহাম্মেদ ৮ রান করে ফিরলে ৩৯ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
আগের দুই ম্যাচে ওপেনিং জুটিতেই ম্যাচের ভাগ্য অনেকটা গড়ে দিয়েছিল ক্যারিবিয়ানদের, এবার সেটা না হলেও ঠিকই রান পেয়েছেন শাই হোপ। তৃতীয় উইকেটে ড্যারেন ব্রাভোকে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন হোপ, ফিফটি তুলে নিয়ে তিনি আউট হন ৭২ বলে ৩ চার ও ২ ছয়ে ৬৪ রানের ইনিংস খেলে।
নিকোলাস পুরান ১৫ রান করে ফিরলেও কাইরন পোলার্ডকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ব্রাভো, তুলে নেন ওয়ানডেতে নিজের চতুর্থ সেঞ্চুরি। ১৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ১০২ রানে ব্রাভো আউট হলে ভাঙে ৮০ রানের জুটি, জেসন হোল্ডারকে নিয়ে বাকি কাজটা সেরেছেন অধিনায়ক পোলার্ড।
কাইরন পোলার্ড ৫৩ ও জেসন হোল্ডার ১৪ রানে অপরাজিত থাকেন, ৯ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের হয়ে সুরাঙ্গা লাকমাল ২ টি, ওয়েনিন্দু হাসারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা ও থিসারা পেরেরা নেন ১ টি উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৬৮ রানের উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন দানুস্কা গুনাথিলাকা ও দিমুথ করুনারত্নে। ২ রানের ব্যবধানেই ফিরে যান দুজনেই, গুনাথিলাকা ৩৬ ও করুনারত্নের ব্যাট থেকে আসে ৩১ রান। এক পর্যায়ে ১৫১ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা ক্রিকেট দল।
তবে আসেন বান্দারার ৫৫ ও ওয়েনিন্দু হাসারাঙ্গার ৬০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮০ রানের অপরাজিত দুই ইনিংসে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় শ্রীলঙ্কা, যদিও সেটা কাজে আসলো না। আকিল হোসেন ৩, জেসন মোহাম্মেদ ও আলজারি জোসেফ নেন ১ টি করে উইকেট।
Discussion about this post