খেলাধুলা ডেস্ক
ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যাওয়া পিএসজি ২-১ গোলে হেরেছে। যার ফলে নয় বছর পর ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারলো ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোববার রাতে ঘরের মাঠে দুর্বল নান্টেসের মুখোমুখি হয় পিএসজি। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার পাশাপাশি গোল গড়ে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষে থাকা লিঁলেকে পিছনে ফেলে এক নম্বরে ওঠার হাতছানি ছিল কোচ মরিসিও পচেত্তিনোর দলের সামনে। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। পয়েন্ট টেবিলের তলানির দিকের দল নান্টেসের কাছে হোঁচট খেয়েছে পিএসজি।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করলেও লিগ কাপে আধিপত্য দেখাতে পারছে না পিএসজি। লিগে এনিয়ে সপ্তম হারের মুখ দেখল নেইমার-এমবাপেরা। এটি নিজেদের মাঠে চতুর্থ হার তাদের। নান্টেসের বিপক্ষে হারের ফলে ২৯ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্রয়ের কল্যাণে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গেল পিএসজি। সমান ২৯ ম্যাচে ১৮টি জয় ও ২ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিঁলে। এদিকে ম্যাচ জিতেও লিগ টেবিলের ১৮তম স্থানে অবস্থান নান্টেসের।
ম্যাচে বল দখলের লড়াইয়ে একক আধিপত্য পিএসজির। তবে গোল মুখে আক্রমণে এমবাপেদের সঙ্গে সমানে টক্কর দিয়েছে নান্টেস। ম্যাচে প্রথম সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। ৪২তম মিনিটে জুলিয়ান ড্রাক্সলার গোল করে এগিয়ে নেন পিএসজিকে। বাঁ পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার। বিরতির আগে গোল হয়েছে এই একটিই।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় নান্টেস। ম্যাচের ৫৯ মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে দলকে সমতায় ফেরান কোলো মুয়ানি। ১২ মিনিট পর জয়সূচক গোলে সহায়তা করেন তিনি। মুয়ানির কাছ থেকে বল পেয়ে নান্টেসকে এগিয়ে নেন মোসেস সিমন। বাকি সময়ে এই গোলটি শোধ করতে পারেনি পিএসজি। ফলে ১-২ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
Discussion about this post