খেলাধুলা ডেস্ক
এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে রুবেল নিয়েছেন ২২ উইকেট। ২ বার নিয়েছেন ম্যাচে ৪ উইকেট। রুবেলের ৪ উইকেট নেয়া দুইটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড রুবেল হোসেনের প্রিয় বললে ভুল হবে না।
কিন্তু দেশের বাইরে কিছুটা হলেও সাদামাটা রুবেল হোসেনের পারফরম্যান্স। ৭ ম্যাচে রুবেলের শিকার ৯ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ ম্যাচে বাংলাদেশ যে ১০ ম্যাচ জিতেছে তার সব কয়টিই নিউজিল্যান্ডের বাইরে।
এবার পরিসংখ্যানের উল্টোটা করতে চায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের কুইন্সটাউন থেকে রুবেল বলেন, “আমরা যে দল এখানে আছি আমি মনে করি আমাদের জেতার সামর্থ্য আছে। আমরা যদি সবাই পরিকল্পনা অনুযায়ী খেলি, উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারি, আমরা সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি তো ভালো কিছু হবে ইনশাআল্লাহ।”
নিউজিল্যান্ডের বিপক্ষে রুবেলের অভিজ্ঞতাটাও কাজে লাগাতে চান তিনি। নিজের সেরাটা দিতে চান এই স্পিড স্টার। রুবেল আরো বলেন, “আমি সবসময়ই চেষ্টা করি (সেরাটা দেয়ার)। ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ পাই, আমার শতভাগ দেব। এছাড়া ভালো স্মৃতিগুলো মাথায় নিয়ে ভালো করার চেষ্টা করবো।। দলের পরিকল্পনা অনুযায়ী পুরোটা খুব ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। তো এটাই আর কী। ইনশাআল্লাহ-আমি আমার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।”
২০ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ড বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
Discussion about this post