খেলাধুলা ডেস্ক
সবগুলো ম্যাচেই হারলো বাংলাদেশ লিজেন্ডস। সোমবার নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সাবেক টাইগার তারকারা।
রায়পুরে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছিলো বাংলাদেশ লিজেন্ডস। সেখানে দলীয় সর্বোচ্চ ৩৯ রান এসেছে আফতাব আহমেদের ব্যাট থেকে। ২৪ বলের মারকুটে এই ইনিংসে ১টি চার এবং তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
এছাড়া নাজিমউদ্দীন ৩২(৩৩), হানান সরকার ৩৬(৩১), খালেদ মাসুদের ৯ বলে ১৯, মোহাম্মদ রফিকের ৭ ও রাজিন সালেহের ৬ রানে ভর করে ৮ উইকেটে ১৬০ রান তুলে বাংলাদেশ লিজেন্ড’স।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন থান্ডি টিসাবালালা ও মাখায়া এন্টিনি। ১টি করে উইকেট নেন গ্যারেন্ট ক্রুগার, মন্ডে জন্ডেকি, ও জান্দের ডি ব্রুইন।
জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস। এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো সাবেক প্রোটিয়া তারকারা।
ম্যাচ সেরা অ্যান্ড্রু পুট্টিক ৫৪ বলে ৮২* রানে অপরাজিত ছিলেন। যেখানে ৯টি এবং ১টি ছয় এসেছে তার ব্যাট থেকে। আর ৯ চারে মরনে ভন উইক ৬২ বলে ৬৯* রানে অপরাজিত থাকেন।
Discussion about this post