খেলাধুলা ডেস্ক
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে মার্ক উডের দূর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়া স্বাগতিকরা, শেষ পর্যন্ত বিরাট কোহলির দূর্দান্ত এক ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছিলো। জবাবে খেলতে নেমে জস বাটলারের হার না মানা অনবদ্য ঝড়ো ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা।
১৫৭ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে জস বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ে কোনো বেগই পেতে হয়নি ইংল্যান্ডকে। ৫২ বলে ৮৩* রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বাটলার। যেখানে ৫টি চার এবং ৪টি ছয় এসেছে তার ব্যাট থেকে। অপরপ্রান্তে ৫ চারে ২৮ বলে ৪০ রানে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। এ জয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো সফরকারী ইংল্যান্ড।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক ভারত। ম্যাচের তৃতীয় ওভারে দলীয় ৭ রানে মার্ক উডের বলে বোল্ড হয়ে আজও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। শেষ চার ইনিংসে এটি তার তৃতীয় ‘ডাক’। এরপর দলীয় ২০ রানে রোহিত শর্মা (১৫) এবং ২৪ রানে ইশান কিশাণ (৪) প্যাভিলিয়নে ফিরেন।
চতুর্থ উইকেটে রিশাভ পান্তকে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক কোহলি। কিন্তু একটু গুছিয়ে নেওয়ার পরই দলীয় ৬৪ রানে রান আউটে কাটা পড়েন রিশাভ পান্ত (২৫)। এরপর দ্রুতই শ্রেয়াস আয়ার ফিরে গেলে ৮৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত।
তবে একপ্রান্ত আগলে রেখে রানের সংখ্যা বাড়াতে থাকেন বিরাট কোহলি। ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে দারুণ এক পার্টনারশিপ গড়েন ভারতীয় অধিনায়ক। দূর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের ২৭তম টি-টোয়েন্টি ফিফটি।
৪৬ বলে ৭৭* রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কোহলি। তার এই দূর্দান্ত ইনিংসে ছিলো ৮টি এবং ৪টি ছক্কার মার। আর শেষ বলে আউট হওয়া হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ১৫ বলে ১৭ রান।
Discussion about this post