খেলাধুলা ডেস্ক
বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে লড়াই করতে এসে খালি হাতে নিজেদের দেশের বিমান ধরতে হচ্ছে আইরিশ ক্রিকেটারদের। আগের দুই ফরম্যাটের ৬ ম্যাচের মধ্যে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, বাকি ৫ ম্যাচই জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সফরের একমাত্র টি-টোয়েন্টিতেও পারল না সফরকারীরা। বাংলাদেশ ইমার্জিং দলের কাছে ৩০ রানে হার আইরিশদের।
৫ ম্যাচ ওয়ানডে সিরিজের ২টি প্রতিদ্বন্দ্বিতা হলেও কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। একমাত্র চারদিনের ম্যাচে ইনিংস ব্যবধানে জেতে স্বাগতিকরা, ওয়ানডে সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর চার ম্যাচেই জয় অধিনায়ক সাইফ হাসানের দলের। এবার সফরের একমাত্র টি-টোয়েন্টিও জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। যেখানে তৌহিদ হৃদয় ও সাইফ হাসানের ব্যাটে ১৮৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে স্বাগতিকরা। ম্যাচে এ লক্ষ্য টপকাতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি সফরকারীরা। সুমন খান একাই নিয়েছেন ৪ উইকেট।
ইনিংসের শুরুতেই ওপেনার গ্যারেথ ডেলানির উইকেট তুলে নেন সুমন। এরপর দ্বিতীয় উইকেটে ৪৫ রানের পার্টনারশিপ গড়েন স্টিফেন ডোহেনি ও হ্যারি টেক্টর। ২৯ রানে থাকা ডোহেনিকে ফেরান আমিনুল ইসলাম বিপ্লব, ২২ রান করে তানভীর ইসলামের বলে আউট হন টেক্টর। দলীয় ৬৩ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আয়ারল্যান্ড। লরকান টাকার দায়িত্ব নিলেও তাকে সঙ্গ দিতে পারেননি বাকিরা। পরে ৩৮ রানে থাকা টাকারকে নিজের দ্বিতীয় শিকার বানান বিপ্লব।
শেষদিকে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন গেটকেট। তবে নেইল রক (১৬), মার্ক অ্যাডায়ার (১১) উইকেটে সেট হয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ফলে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ১৫৪ রান তুলতে পারে সফরকারীরা। এতে ৩০ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ ইমার্জিং দল। স্বাগতিকদের হয়ে সুমন খান ৪ উইকেট ও বিপ্লব, তানভীর ২টি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে নিজেদের শুরুটাও ভালো করতে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল। লেগ স্পিনার গ্যারেথ ডেলানির করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে কোনও রান না করে আউট হয়ে যান ওপেনার আনিসুল ইসলাম ইমন। পরে হৃদয়ের ৫৮ রানের সঙ্গে অধিনায়ক সাইফ করেন ৪৮ রান।
এছাড়া শামীম পাটোয়ারির ঝড়ো ২৮ রানের পাশাপাশি ইয়াসির আলী রাব্বির ২২ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ইমার্জিং দল।
Discussion about this post