খেলাধুলা ডেস্ক
এবারের কোপা আমেরিকায়ে কনমেবলের সদস্য ১০ দল ছাড়াও অংশ নেওয়ার কথা ছিল কাতার ও অস্ট্রেলিয়ার।
তবে বৈশ্বিক করোনা মহামারীর কারণে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় শিডিউল জটিলতায় পড়ে যায় এশিয়ার এই দু দেশ। যার ফলে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ব্যস্ত শিডিউলের কথা মাথায় রেখে লাতিন বাধ্য হয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কাতার ও অস্ট্রেলিয়া।
প্রতি টুর্নামেন্টেই অন্য কোনো ফেডারেশন থেকে আমন্ত্রণ জানানো হয়। গত কোপাতে আমন্ত্রিত হিসেবে খেলেছে জাপান ও কাতার। ২০১৬ কোপা আমেরিকায় তো আমন্ত্রিত দলই ছিল ৬টি।
হঠাৎ করেই সে টুর্নামেন্টে ভারতের খেলার সুযোগ এসেছিল। করোনাভাইরাসের সুবাদে সূচি বদলানোতেই এসেছিল সে সুযোগ। সেটা আবার কেড়ে নিল মহামারিই। আচমকা কোপা খেলার সুযোগটা আবার উবে গেছে ভারতের। গতকাল দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, এবার আর কোনো দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।
এখন নিজেদের সদস্য ১০ দল নিয়েই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
এবারের কোপা আমেরিকার স্বাগতিক দেশ হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর ইতিহাসে এবারই প্রথম দুই দেশে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই শেষ হওয়ার কথা আসরটি।
‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। আগামী ১৩ জুন বুয়েন্স আইরেসে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল আছে গ্রুপ ‘বি’তে। সেখানে তাদের সঙ্গী সঙ্গে আছে একুয়েডর, ভেনিজুয়েলা, পেরু ও কলম্বিয়া।
দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল। এবারের আসরের ফাইনাল ম্যাচটি কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Discussion about this post