খেলাধুলা ডেস্ক
সাদা-কালোদের হয়ে শেষ ম্যাচে অধিনায়কত্বের গুরু দায়িত্ব পেয়েই দলকে জিতিয়েছিলেন ৪-১ গোলে, সাথে নিজে করেছিলেন দুই অ্যাসিস্ট। মোনেম মুন্না ও সিদ্দিকুর রহমানের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে ভারতের কোনো ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করার গৌরব অর্জন করেন জামাল ভূঁইয়া।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নেপালে পাড়ি জমাবে ১৮ই মার্চ। উক্ত দলের সদস্য হিসেবে ডাক পাওয়ায় কলকাতা মোহামেডানের হয়ে শেষ দুই ম্যাচে থাকতে পারবেন না জামাল। যার ফলে আগে থেকেই কলকাতা মোহামেডান ঘোষণা দেন তারা জামাল ভূঁইয়াকে সংবর্ধনা দিবেন।
১৮ই মার্চ জামালের কলকাতা ছাড়ার কথা রয়েছে। তাই বুধবার ক্লাব প্রাঙ্গনে জামালকে সংবর্ধনা প্রদান করে কলকাতা মোহামেডান। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে থেকে জামাল ভূঁইয়াকে একটি স্মারক, উত্তরীয় ও পাঞ্জাবি প্রদান করা হয়। কলকাতা মোহামেডান থেকে এত ভালবাসার পাওয়ার পর বিনিময়ে জামাল কিছু দিবে না সেটা কি করে হয়? তাই তো কলকাতা মোহামেডানকে লাল-সবুজের একটি জার্সি উপহার দিয়েছেন জামাল ভূঁইয়া।
এত কিছু করেও যেন তৃপ্ত নন কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক, ‘আমরা জামালকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেছি। করোনা পরিস্থিতি না হলে হয়তো আরো বড় আয়োজন করতাম। এখনো লিগের দুইটি ম্যাচ রয়েছে। এর মধ্যেও খানিকটা স্বল্প আকারে জামালকে সম্মান দিলাম।’
জামাল ভূঁইয়া এই জমকালো বিদায়ে খুবই অভিভূত, ‘এভাবে সম্মানজনক বিদায় পাব ভাবিনি। কলকাতা মোহামেডানের অবশিষ্ট দুই ম্যাচের জন্য শুভ কামনা থাকল।’ বিদায় বেলায় অবশ্য কলকাতা মোহামেডান জামালকে একটা অনুরোধও জানিয়েছে, ‘প্রয়োজনে ডাকলে আবার এসে খেলে দিতে হবে।’ -বলেছেন দানিশ ইকবাল। মানে সুখবর নিয়েই ফিরছেন জামাল।
চলতি আই লীগে সর্বমোট ১২ টি ম্যাচে মাঠে নামেন জামাল তবে কোনো গোলের দেখা না পেলেও শেষ ম্যাচে দুই অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া কলকাতা মোহামেডান ১৩ ম্যাচে সমান পাঁচ জয় ও ড্র এবং তিন হারে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে।
Discussion about this post