খেলাধুলা ডেস্ক
শাহাদাত রাজিব; ক্রিকেট পাড়ায় আলোচিত এক নাম। হঠাৎ করে মায়ের অসুস্থতায় বিসিবির কাছে শাস্তি মওকুফের আবেদন করেছিলেন রাজিব। আবেদনের প্রেক্ষীতে নিষেধাজ্ঞা উঠে গেছে টাইগার পেসার শাহাদাত হোসেনের, তবে মাঠে ফিরতে হলে ফিটনেস টেস্টে উতরাতেই হতো। সেই পরিক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে শাহাদাত, ইয়ো ইয়ো টেস্টে ১৯.১ স্কোর গড়েছেন; যা এবারের ফিটনেস টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ।
এ মাসেই শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ, সেই টুর্নামেন্টে অংশ নিশ্চিত করতে আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দেন বাংলাদেশ দলের পেসার শাহাদাত হোসেন। ইয়ো ইয়ো টেস্টে চমকই দেখিয়েছেন ডানহাতি এই পেসার, তুলেছেন ১৯.১ স্কোর।
ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে ক্রিকেটে ফেরার পথটা আরও মসৃণ হলো শাহাদাত হোসেনের, সর্বশেষ প্রায় দেড় বছর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেললেও ফিটনেসে তার প্রভাব খুব একটা পড়তে দেননি।
গত বছর বেশ কয়েকটা কারণে দেড় বছরের জন্য নিষিদ্ধ করা হয় শাহাদত হোসেনকে, এরপর সেটা এক বছর পেরিয়ে যেতে না যেতেই মায়ের চিকিৎসার জন্য মাঠে ফেরার আকুতি জানিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানায় টাইগার এই পেসার।
এখনও আনুষ্ঠানিক ভাবে নিষেধাজ্ঞা তুলে না নিলেও বিসিবি সেই ইঙ্গিত দেওয়ার কারণেই আবারও মিরপুরে ফিরতে পেরেছেন শাহাদাত হোসেন, তিনিও আগের ভুলের পুনরাবৃত্তি না ঘটতে দেওয়ার অঙ্গীকার করেছেন।
Discussion about this post