খেলাধুলা ডেস্ক
২১ বছর বয়সী টেস্ট খেলা বাংলাদেশ এখনো এই ফরম্যাটের জন্য একটা স্থায়ী দল বানাতে পারেনি। টেস্ট খেলতে যে টেম্পারমেন্টটা প্রয়োজন হয় সেটিই নেই বাংলাদেশের। টেস্ট ক্রিকেটে অনিহাই কি দায়ী এর পিছনে?
আইপিএল খেলার কারণে এপ্রিলের লঙ্কা সফর থেকে নাম প্রত্যাহারের পরেই নড়েচড়ে বসেছে বিসিবি। যারা টেস্ট খেলতে চায় না তাদের বিকল্প খুঁজতে চাই তারা। এরই মাঝে বোর্ড সভাপতি নাজমুল হাসানের কথা থেকে যা জানা গেল তা হচ্ছে শুধু সাকিব নন। তিনি ছাড়াও টেস্ট খেলতে অপারগতা আরও অনেকেরই।
টেস্ট খেলার অনিহা নিয়ে গণমাধ্যমকে নাজমুল হাসান পাপন বলেন, “সমস্যাটা হলো আমরা আগে টেস্ট খেলতাম না। এখন আমরা টেস্টে খেললেও খুবই খারাপ অবস্থায় আছি। দ্বিতীয়টা হচ্ছে আমার কাছে এই গত এক-দেড় বছরে মনে হয়েছে একটা দলের বিপক্ষে মাঠে নামার আগে কোন ম্যাচ বা সিরিজ ঘিরে আগে যে পরিকল্পনা ছিল, এখন সেগুলোর সঙ্গে কোনও মিল নেই। এখন তারা তাদের পরিকল্পনার পরিবর্তন করেছে। ভালো-খারাপ সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু সেই পরিকল্পনা কোনও কাজে দিচ্ছে না। দীর্ঘসময় পর কি হবে আমি জানি না। এই সমস্যার পাশাপাশি আমার মনে হয়েছে অনেকে এ ফরম্যাটে (টেস্টে) খেলতে চায় না।”
তবে এই সমস্যা কাটিয়ে বাংলাদেশ ভালো করবে সেদিকেও আশাবাদী বিসিবি বস, “দুর্ভাগ্যবশত এই করোনার কারণেই আমাদের একটা বছর চলে গেল। কোনও খেলাধুলা ছিল না, টেস্ট তো দূরে থাক। সে দিক দিয়ে আমার মনে হয় আমরা এক বছর পিছিয়ে গেছি। কিন্তু এক বছর পরে দেখবেন বাংলাদেশ টেস্টও ভালো কিছু করবে ইনশাআল্লাহ।”
Discussion about this post