খেলাধুলা ডেস্ক
বার্সেলোনায় যোগ দিতে পারেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। দলের আক্রমনেরভাগের শক্তি বাড়াতে ম্যানচেস্টার সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে ভেড়ানোর পরিকল্পনা এটেছেন কাতালান ক্লাবটির নতুন সভাপতি হুয়ান লাপোর্তো।
সার্জিও আগুয়েরো অনেকদিন ধরেই ছোটবেলার বন্ধু জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে একই ক্লাবের খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন।বার্সেলোনা কয়েকবার চেষ্টা করলেও সিটি না ছাড়ায় তা আর হয়ে উঠেনি। তবে, গুঞ্জন এবার ভারী হচ্ছে। নতুন চ্যালঞ্জ নিতেই
প্রায় দশ বছরের সিটি যুগের অবসান ঘটিয়ে নতুন ক্লাবে যোগ দিতে চান আর্জেন্টাইন তারকা এই স্ট্রাইকার। বার্সেলোনাও আগুয়েরোকে পেতে সবধরনের প্রস্তুতি নিচ্ছে।
ইতিমধ্যে স্পেনের বেশকিছু গণমাধ্যম এই চুক্তিকে ‘প্রায় নিশ্চিত’ বলে দাবি করছে। শুধু নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা সরকারি ভাবে ক্লাবের দায়িত্ব নিলেই আগুয়েরোর চুক্তির ব্যাপারটা চূড়ান্ত হবে।
স্প্যানিশ পত্রিকা মার্কার মতে, লুইস সুয়ারেসের মতো স্ট্রাইকারের অভাব ঘুচাতে আগুয়েরোকে বার্সায় আনার চেষ্টা চালাবে নতুন ম্যানেজম্যান্ট। ফরাসি স্ট্রাইকার আর্তোয়ান গ্রীজম্যানের উপর আর ভরসা নেই কাতালান ক্লাবটির।
দুই বন্ধুর এক হওয়ার পথে এবার প্রধান প্রতিবন্ধকতা হবে মেসি। সামনের মৌসুমে আর্জেন্টাইন অধিনায়ক বার্সেলোনায় থাকছে কিনা তা নিয়েও রয়েছে অনেক শঙ্কা। আগামী জুনে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন অধিয়াকের। এখনও নতুন চুক্তির বিষয়ে চূড়ান্ত স্বীদ্ধান্ত আসেনি কোন পক্ষে থেকেই। যদিও, হুয়ান লাপোর্তো দায়িত্ব নেওয়ার আগেই বলেছিলেন, তিনি সভাপতি হলে আর ক্লাব ছাড়বে না মেসি। যদি এমনটাই হয়ে থাকে তাহলে জাতীয় দলের মত ক্লাবের জার্সিতেও দুই বন্ধু মেসি ও আগুয়েরোকে খেলতে দেখা যাবে। বার্সেলোনার প্রতিটিও ভক্তও নিশ্চয়ই এমন প্রতীক্ষারই প্রহর গুনছে
Discussion about this post